সাংবাদিক শামসুল আলম বেলাল মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৬:২০ | প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১২:৩৬

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক সিটি এডিটর, কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার (সিজেএফডি) উপদেষ্টা পরিষদ সদস্য ও জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য শামসুল আলম বেলাল মারা গেছেন।

রবিবার রাত ২টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।

শামসুল আলম বেলালের গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। সেখানেই তাকে দাফন করা হবে।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান এক বিবৃতিতে শামসুল আলম বেলালের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শামসুল আলম বেলাল ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব জার্নালিজম থেকে সাংবাদিকতায় ডিপ্লোমা, প্যানোস, ওএএনএ, এমিক থেকে ফেলোশিপ লাভ করেন।

তার উল্লেখযোগ্য প্রকাশনা হচ্ছে- এ বুক অব ইংলিশ পয়েমস, সাউথ এশিয়া ইয়েসটার্ডে-টুডে-টুমোরো, জাতির পিতার সমাধিতে ও অন্যান্য কবিতা প্রভৃতি।

(ঢাকাটাইমস/০৭ফেব্রুয়ারি/এফএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :