অবশেষে সাইম-শান জুটি ভাঙলেন মিরাজ

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ আগস্ট ২০২৪, ১৩:৫৯
অ- অ+

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শুরুটা দুর্দান্ত করলেও ধীরে ধীরে হতাশা বেড়েছে বাংলাদেশের। শূন্য রানে প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটে সাইম আইয়ুব ও শান মাসুদ জুটি গড়ে দলকে বিপর্যয় থেকে টেনে তুলতে থাকেন। এই জুটির কল্যাণে প্রথম সেশনে ৯৯ রান তুলে লাঞ্চ বিরতিতে যায় পাকিস্তান। তবে লাঞ্চ বিরতি থেকে ফিরে এই জুটি ভাঙলেন মেহেদী হাসান মিরাজ।

রাওয়ালপিন্ডিতে গতকাল সকাল থেকেই বৃষ্টি ছিল। টানা বৃষ্টিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়েছে। তাই বাকি চার দিনের খেলা নির্ধারিত সময়ে ৩০ মিনিট আগে শুরু হওয়ার কথা রয়েছে। সেই হিসেবে আজ দ্বিতীয় দিনের খেলা ৩০ মিনিট আগে শুরু হয়।

যেখানে টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টস হেরে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। পাকিস্তানের হয়ে আজ ওপেনিংয়ে নামেন আব্দুল্লাহ শফিক ও সাইম আইয়ুব। তবে দীর্ঘদিন পর ইনজুরি থেকে ফেরা তাসকিন এই জুটিকে ভাঙলেন নিজের প্রথম ওভারেই।

ইনিংসের প্রথম ওভারেই তাসকিনের বলে রানের খাতা খোলার আগেই বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান আব্দুল্লাহ শফিক। তার বিদায়ে শূন্য রানেই প্রথম উইকেট হারায় পাকিস্তান।

শূন্য রানে প্রথম উইকেট হারানোর পর জুটি গড়েন সাইম আইয়ুব ও শান মাসুদ। এই জুটিতে ভর করে ঘুরে দাঁড়াতে থাকে পাকিস্তান। বাংলাদেশর বোলারদের ওপর চড়াও হয়ে ৫৪ বলে আজ অর্ধশতক তুলে নেন প্রথম টেস্টে দুই সেশনেই ব্যর্থ শান মাসুদ। আরেক ব্যাটার সাইম আইয়ুবও অর্ধশতকের পথে। লাঞ্চ বিরতির আগে আর এই জুটিকে ভাঙতে পারেনি টাইগার বোলাররা। যার ফলে প্রথম সেশনে ৯৯ রান তুলে লাঞ্চ বিরতিতে যায় পাকিস্তান।

তবে লাঞ্চ বিরতি থেকে ফিরে এই জুটিকে আর বেশিদূর এগোতে দেননি মেহেদী হাসান মিরাজ। মিরাজের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে সাজঘরে ফিরে গেলেন অর্ধশতক তুলে নেওয়া পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। আউট হওয়ার আগে করেন ৬৯ বলে ৫৭ রান। তার বিদায়ে ভাঙে ১০৭ রানের জুটি।

দ্বিতীয় টেস্টে বাংলাদেশের একাদশে এসেছে এক পরিবর্তন। চোটের কারণে ছিটকে গেছেন শরিফুল ইসলাম। তার পরিবর্তে একাদশে ফিরেছেন ডানহাতি পেসার তাসকিন আহমেদ। পাকিস্তন দুই পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে। শাহিন আফ্রিদি ও নাসিম শাহর জায়গায় ফিরেছেন আবরার আহমেদ ও মীর হামজা।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

পাকিস্তান একাদশ: আব্দুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, আবরার আহমেদ, মীর হামজা, খুররাম শেহজাদ ও মোহাম্মদ আলি।

(ঢাকাটাইমস/৩০আগস্ট/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজ দেশে ফিরছেন খালেদা জিয়া, পথে পথে অভ্যর্থনা জানাবেন নেতাকর্মীরা
হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর অভিযোগে মামলা
প্যাথলজিক্যাল নমুনা বিদেশে পাঠাতে অনুমতি লাগবে স্বাস্থ্য অধিদপ্তরের
বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টারে আগুনের সূত্রপাত নিয়ে যা জানা গেল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা