সালাউদ্দিনের পদত্যাগ চেয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম ও অবাঞ্ছিত ঘোষণা
গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পরিবর্তনের হাওয়া লেগেছে দেশের বিভিন্ন ক্ষেত্রে। বাদ যায়নি ক্রীড়াঙ্গনও। পট পরিবর্তনের পর থেকে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের পদত্যাগ দাবি করে আসছিলেন ফুটবল সমর্থক ও সাবেক খেলোয়াড়রা।
আজ (শনিবার) সকালে বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের ব্যানারে মতিঝিলের বাফুফে ভবনের সামনে এসেছিলেন বিএনপি পন্থী ক্রীড়া সংগঠক ও সাবেক ফুটবলাররা। সেখানে কাজী সালাউদ্দিনকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম এবং পদত্যাগ না করলে ক্রীড়াঙ্গনে অবাঞ্ছিত করার ঘোষণা দেয়া হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ অ্যথলেটিকস ফেডারেশনের সাবেক সভাপতি আবদুস সালাম, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও তারকা গোলরক্ষক আমিনুল হক, সাবেক তারকা গোলরক্ষক ছাইদ হাছান কানন, রুম্মন ওয়ালি বিন সাব্বিরসহ সাবেক ফুটবলাররা এই মানববন্ধনে অংশ নেন।
এ সময় বিএনপি নেতা আবদুস সালাম ঘোষণা দেন, নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করলে সালাউদ্দিনকে যেখানে পাওয়া যাবে সেখানেই লাঞ্ছিত করা হবে।
এক পর্যায়ের মানববন্ধনকারীরা বাফুফে ভবনে ঢুকে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের সঙ্গে দেখা করেন। সেখানে তাদের দাবি ও আল্টিমেটামের কথা জানিয়ে যান। এ সময় সালাউদ্দিন বাফুফে ভবনে ছিলেন না।
মানববন্ধনে সাবেক তারকা ফুটবলার ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক বাফুফের নির্বাচন পেছানোর আহ্বান জানান।
ফুটবল ফেডারেশনের সংস্কারের স্বার্থে ফিফার সাথে আলোচনা করে ২৬ অক্টোবরের নির্বাচন কিছুদিন পিছিয়ে দেওয়া যায় কিনা, তার উদ্যোগ নিতে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার প্রতি আহ্বান জানান তিনি।
(ঢাকাটাইমস/৩০আগস্ট/এনবিডব্লিউ)