সব পর্যায়ে সম্পর্ক দৃঢ় করতে সম্মত চীন-পাকিস্তান

শিক্ষা, বাণিজ্য, শিল্প, প্রযুক্তিসহ সব পর্যায়ে সহযোগিতার সম্পর্ক দৃঢ় করতে অঙ্গীকারবদ্ধ হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবং প্রেসিডেন্ট শি জিনপিং।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, দুই দেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক মজবুতসহ বিভিন্ন স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়ে আলোচনার জন্য চারদিনের সফরে ইমরান খান চীনে যায়। এ সময় বেইজিংয়ে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিকসহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, চীনের জাতীয় উন্নয়ন এবং রিফর্ম কমিশন সংস্থার চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করেন ইমরান।
প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে গ্রেট হলে সাক্ষাৎ করেন ইমরান। এসময় নিজেদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়সহ দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক উন্নয়নে পারস্পারিক সহযোগিতারও অঙ্গীকার করেন উভয় দেশের সরকার প্রধান।
এক টুইট বার্তায় ইমরান লিখেন, উভয় দেশের কৌশলগত এবং আর্থিক সম্পর্ক দৃঢ় করতে তারা সম্মত হয়েছেন।
তারা বাণিজ্য, মহাকাশ এবং করোনার টিকা সহায়তাসহ বিভিন্ন বিষয়ে চুক্তি করেন।
আফিগানিস্তানে শান্তি প্রতিষ্ঠিত হলে তা ওই অঞ্চলে আর্থিক উন্নয়ন এবং সংযোগ দৃঢ় হবে বলে উভয় দেশ আশা করেন। এছাড়া, দেশটিতে মানবিক সংকট কাটানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সহায়তা বৃদ্ধিরও আহ্বান জানান তারা।
(ঢাকাটাইমস/০৭ফেব্রুয়ারি/আরআর)

মন্তব্য করুন