নরসিংদীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ২০:৪৪
অ- অ+

নরসিংদীর মনোহরদীতে খড়ের গাদার নিচ থেকে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের হুগলিয়াপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের বয়স আনুমানিক ২৫। নিহত যুবকের পরনে রয়েছে ফুলহাতা টিশার্ট ও জিন্সের প্যান্ট।

পুলিশ ও স্থানীয় সূত্রে ধারণা, বুধবার রাতের কোনো এক সময় ওই যুবককে হত্যার পর খড়ের গাদার নিচে লাশ ফেলে রাখা হয়। বৃহস্পতিবার সকালে খড়ের গাদার নিচে একটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় এলাকাবাসী। পরে পুলিশকে এ ঘটনা জানানো হলে দুপুরে ঘটনাস্থলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, নিহত যুবককে কে বা কারা হত্যা করে লাশ খড়ের নিচে ফেলে গেছে তা এখনও অজানা। আমরা প্রথমে নিহত যুবকের নাম-ঠিকানা উদ্ধার এবং হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগ প্রতিরোধে ৩৫ সংগঠনের ‘জুলাই ঐক্য’-এর আত্মপ্রকাশ
রাজনৈতিক ঐকমত্য ছাড়া বড় ধরনের সংস্কার বাস্তবায়ন করা হবে না
গুম-ক্রসফায়ার আতঙ্ক নিয়ে রাজপথে থেকেছি, ৮০’র অধিক মামলা খেয়েছি: বিএনপি নেতা সাজু
জুবাইদা রহমানে বদলে যেতে পারে সিলেটের ‘হিসাব-নিকাশ’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা