বিমানবন্দর এলাকায় ২০ কেজি গাঁজাসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ এপ্রিল ২০২২, ২০:০৫

রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ তিন মাদককারবারিকে আটক করেছে র‌্যাব-১। এ সময়ে তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন এবং নগদ সাত হাজার ২৫০ টাকাও উদ্ধার করা হয়।

মঙ্গলবার দুপুরে র‌্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া) নোমান আহমদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটককৃতরা হলেন-মো. মুন্না, মো. মোবারক হোসেন ও মো. সুমন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবরের ভিত্তিতে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে র‌্যাব-১ এর একটি দল বিমানবন্দর থানার ঢাকা ময়মনসিংহ হাইওয়ে রোডের দক্ষিণ পাশে গোল চত্তর বাসস্ট্যান্ড ফুটওভার ব্রিজের নিচে অভিযান চালায়। অভিযানে মো. মুন্না, মো. মোবারক হোসেন ও মো. সুমন নামের তিনজন মাদক চোরাকারবারিকে আটক করা হয়। এ সময়ে তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা, তিনটি মোবাইল ফোন এবং নগদ সাত হাজার ২৫০ টাকা উদ্ধার করা হয়।

আটককৃতদের বরাত দিয়ে র‌্যাব জানায়, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে মাদক চোরাকারবারি আসছেন। এরা কুমিল্লা থেকে গাঁজা সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছেন। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।

আটক মো. মুন্না রাজধানীর পল্লবী থানার মৃত জয়নাল আবেদীনের ছেলে, মো. মোবারক হোসেন কুমিল্লা জেলার সদর থানার তারাপুর গ্রামের মো. কামাল হোসেনের ছেলে আর মো. সুমন চট্টগ্রাম জেলার সীতাকুন্ডু থানার পূর্ব রহমত নগর গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে।

ঢাকাটাইমস/০৫ এপ্রিল/এএ/ইএস

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :