পালিয়ে থাকতে না পেরে ৯৯৯ এ কল দিয়ে ধরা দিলেন আসামি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ এপ্রিল ২০২২, ১৬:৩১

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে নিজেই পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন চুরি মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামি। পুলিশের ভয়ে পালিয়ে থাকতে না পেরে নিজেই ধরা দেন আসামি মিরাজ (২২)।

ভোলার লালমোহনের লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের পশ্চিম ফাতেমাবাদ গ্রামের আবদুর রহিমের ছেলে মিরাজ। গতকাল রবিবার রাতে আসামি জাতীয় জরুরি সেবা ৯৯৯এ কল দিয়ে তিনি স্বেচ্ছায় ধরা দেন।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার এসআই জাহিদ হাসান জানান, মিরাজ একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। গতকাল রাতে মিরাজ ৯৯৯এ কল দিয়ে স্বেচ্ছায় ধরা দেওয়ার কথা বলেন। এরপর পর আমরা তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি। আজ (সোমবার) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আসামি মিরাজ বলেন, প্রতিবেশীর করা একটি মামলায় তিনি ছয় মাস ধরে হাজিরা দিয়ে আসছেন। এই মামলার একটি হাজিরার দিন আদালতে উপস্থিত থাকতে না পারায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়। আইন-শৃঙ্খলা বাহিনীর ভয়ে বেশ কিছুদিন তিনি পালিয়ে ছিলেন। কিন্তু নিজেকে আর লুকিয়ে রাখতে ভালো লাগছিল না। তাই জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে নিজেই আত্মসমর্পণ করেছেন বলে জানান মিরাজ।

(ঢাকাটাইমস/১১এপ্রিল/কেআর/আরকেএইচ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :