হরিণাকুণ্ডুতে জমি দখল নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ১৩

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ মে ২০২২, ১৮:৩৪

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।

শুক্রবার (৬ মে) বিকালে উপজেলার যাদবপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, বিক্রয় করা জমি নিয়ে কয়েক মাস ধরে একই গ্রামের বজলু ফকিরের সঙ্গে নাসিম মোল্লার বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ ওই জমির ফসল নষ্ট করে চাষ করে বজলু ফকিরের লোকজন। এতে নাসিম মোল্লা বাধা দিতে গেলে তাকে মারধর করে প্রতিপক্ষরা। বিষয়টি জানাজানি হলে উভয় পক্ষের লোকজন বাশের লাঠি সহ দেশীয় অস্ত্র-শস্ত্র সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, উপজেলার চাঁদপূর ইউনিয়নের যাদবপূর গ্রামে জমি নিয়ে পূর্বশত্রুতার জের ধরে পারিবারিক গোলযোগ তৈরী হয়, এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/০৭মে/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :