দ্বিতীয় টেস্ট খেলতে চট্টগ্রাম থেকে ঢাকায় মুমিনুল-দিমুথরা

ক্রীড়া প্রদিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ মে ২০২২, ১৫:৫৫ | প্রকাশিত : ২০ মে ২০২২, ১৫:১৭

টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট খেলার উদ্দেশে ইতিমধ্যে ঢাকায় চলে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল। শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিট নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন মুমিনুলরা। বাংলাদেশ দলের সঙ্গে ঢাকায় এসেছে লঙ্কানরাও।

দুদলের ক্রিকেটাররা বিমানবন্দর সোজা হোটেলে উঠেছেন। সেখানে একদিনের বিশ্রামের থাকবেন তারা। শনিবার অনুশীলনে নামবেন। আর পরের দিন অর্থাৎ রবিবার শুরু হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা মধ্যকার সিরিজের দ্বিতীয় টেস্ট।

সব ঠিক থাকলে ২৭ মে শেষ হবে দুই টেস্টের এই সিরিজ। এরপর ২৮ মে বাংলাদেশ ছেড়ে নিজ দেশের উদ্দেশে উড়াল দেবেন দিমুথ করুনারত্নেরা।

এদিকে চট্টগ্রাম টেস্টে জয়ের সম্ভাবনা জাগিয়েও জিততে পারেনি স্বাগতিক বাংলাদেশ দল। পঞ্চম দিনের খেলায় সপ্তম উইকেট জুটিতে নিরোশান দিকভেলা ও দিনেশ চান্দিমালের প্রতিরোধ ভাঙতে না পারায় ড্র মেতে নিতে বাধ্য হয় মুমিনুল হক বাহিনী।

এর আগে ম্যাচের শুরুতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সবকটি উইকেট হারিয়ে ৩৯৭ রান সংগ্রহ করে সফররত শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ১৯৯ রানের ইনিংস খেলেছিলেন অভিজ্ঞ ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউস। ব্যাট করতে নেমে পাল্টা জবাব দেয় টাইগাররা। তামিম ইকবাল খান ও মুশফিকুর রহিমের সেঞ্চুরি এবং লিটন কুমার দাস ‍ও মাহমুদুল হাসান জয়ের অর্ধশতকে ৯ উইকেটে ৪৬৫ রান তুলে স্বাগতিকরা। আর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ২৬০ রান করে লঙ্কানরা।

(ঢাকাটাইমস/২০মে/এমএম)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :