যুক্তরাজ্যের শীর্ষ সাংবাদিকদের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ জুন ২০২২, ১৫:৫৯| আপডেট : ১৫ জুন ২০২২, ১৬:০২
অ- অ+
বিবিসি প্রতিবেদক নিক বেক, অরলা গুয়েরিন ও ক্লাইভ মিরি

রাশিয়ার সরকারি কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞার পাল্টা জবাবে যুক্তরাজ্যের বিভিন্ন সংবাদমাধ্যমের কর্মী ও প্রতিরক্ষা বাহিনীর বেশ কয়েকজন সদস্যের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। খবর বিবিসির।

নিষেধাজ্ঞাপ্রাপ্ত বিবিসির সাংবাদিকরা হলেন, অরলা গুয়েরিন, নিক রবিনসন, ক্লাইভ মিরি ও নিক বেক। তারা সবাই যুদ্ধের খবর জানাতে ইউক্রেনে অবস্থান করছেন। নিষেধাজ্ঞার তালিকায় বিবিসির মহাপরিচালক টিম ডেভির নামও রয়েছে।

নিষেধাজ্ঞার পর বিবিসির এক মুখপাত্র বলেন, স্বচ্ছ ও স্বাধীনভাবে প্রতিবেদন প্রকাশ করে যাবে বিবিসি।

এছাড়াও চ্যানেল ফোর, টাইমস, স্কাই টিভি, আইটিভি ও গার্ডিয়ানের সংবাদকর্মীরাও নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন। এ তালিকায় ২৯ গণমাধ্যমকর্মী ছাড়াও রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ২০ সদস্য।

নিষেধাজ্ঞার তালিকা আরো দীর্ঘ করা হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

তালিকায় থাকা ব্রিটিশ সাংবাদিকরা রাশিয়ার বিরুদ্ধে এবং ইউক্রেন ও দনবাস পরিস্থিতি সম্পর্কে ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও একপক্ষীয় তথ্য ছড়ানোর কাজে লিপ্ত ছিলেন বলে দাবি করেছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবিসির কূটনৈতিক প্রতিবেদক পল অ্যাডামস ও করপোরেশনের চেয়ারম্যান রিচার্ড শার্পের নামও এই তালিকায় রয়েছে।

কিয়েভের সংবাদ সংগ্রহ করতে গিয়ে রুশ হামলায় নিহত হয়েছিলেন স্কাই নিউজের প্রধান প্রতিবেদক স্টুয়ার্ট রামসে। তার নামও নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে। এ তালিকায় আরো রয়েছেন দ্য গার্ডিয়ানের ক্যাথেরিন ভাইনার, দ্য টেলিগ্রাফের ক্রিস ইভানস, দ্য টাইমসের সম্পাদক জন উইথেরো ও ডেইলি মেইলের টেড ভেরিটি।

সশস্ত্র বাহিনীর সদস্যের মধ্যেও অনেকে নিষেধাজ্ঞা পেয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন, ব্রিটিশ নৌবাহিনীর প্রধান বেন কি ও বিমানবাহিনীর প্রধান মাইকেল উইগস্টন।

(ঢাকাটাইমস/১৫জুন/এসএটি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শ্যামলীতে দিন-দুপুরে ছিনতাই, চাপাতি, বাইকসহ গ্রেপ্তার ৩
বগুড়ায় দাদী ও নাতি বউকে গলা কেটে হত্যা  
যাত্রাবাড়ীতে ২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার 
কারফিউয়ে থমথমে গোপালগঞ্জ, যৌথ বাহিনীর অভিযানে আটক ১৪
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা