এক দিনে আক্রান্ত বেড়ে ছয়শোর কাছে, শনাক্তের হার ৭.৩৮

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জুন ২০২২, ১৯:৪৬
ফাইল ছবি

দেশের করোনাভাইরাসের সংক্রমণ ক্রমেই বেড়ে চলেছে। গত এক দিনে তা আরও বেড়েছে। এসময়ে শনাক্ত হয়েছেন ৫৯৬ জন। এতে শনাক্তের হারও বেড়ে সাত শতাংশের ওপরে চলে গেছে। তবে উল্লেখিত সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি।

রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, আজ সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৬৯৬ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৭.৩৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন শনাক্ত ৫৯৬ জনের মধ্যে ঢাকাসহ ঢাকা মহানগরীরই ৫৫৪ জন। এ নিয়ে মোট শনাক্ত হলেন ১৯ লাখ ৫৬ হাজার ৩২৭ জন। মোট শনাক্তের হার ১৩.৭৫ শতাংশ।

গত ২৬ ফেব্রুয়ারি শনাক্তের হার পাঁচের নিচে নামে। সেদিন শনাক্তের হার ছিল ৪.১৫ শতাংশ। এরপর থেকে শনাক্তের হার কমতে থাকে। এক পর্যায়ে শনাক্তের হার শূন্য দশমিক ২০ শতাংশেরও নিচে নেমে আসে। তবে জুনের প্রথম দিকে থেকে ফের বাড়তে শুরু করেছে করোনা।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু না হওয়ায় দেশে মৃত্যুর মোট সংখ্যা আগের মতোই ২৯ হাজার ১৩১ জন রয়েছে। অন্যদিকে একইসময়ে আরও ৪৯ জন করোনা থেকে সেরে উঠেছেন। তাদের নিয়ে দেশে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ১৯ লাখ ৫ হাজার ৮০৭ জন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

(ঢাকাটাইমস/১৯জুন/ইএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

গাজায় ত্রাণ কনভয়ে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ

শ্রম আইন সংশোধনে তিন দিনের আলোচনা ফলপ্রসূ হয়েছে: আইনমন্ত্রী

অভিবাসন কার্যক্রম বাস্তবায়নে মাইগ্রেশন কো-অর্ডিনেশন কমিটি হচ্ছে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

গ্রিন ক্লাইমেট ফান্ড দেশের ওপর ঋণের বোঝা বাড়াচ্ছে: টিআইবি

৭ জুন শুরু হচ্ছে ‘জয় বাংলা ম্যারাথন’, রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

ঢাকায় পৌঁছেছেন ডোনাল্ড লু

সাত জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ 

হজ পালনে সৌদি আরব গেছেন ১৫ হাজার ৫১৫ বাংলাদেশি

মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকা আসছেন আজ

রপ্তানি করে পাটকে আরও উচ্চতায় নিতে হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :