চাঁপাইনবাবগঞ্জে হাজতির মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জুন ২০২২, ১৯:২৮
অ- অ+

চাঁপাইনবাবগঞ্জ জেলখানায় থাকা এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে জেলা হাসপাতালে তার মৃত্যু হয়।

মৃত ব্যক্তি হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দপুর ইউনিয়নের ছাবানিয়া গ্রামের জোহাক আলীর ছেলে রেজাউল করিম (৫০)।

রেজাউল করিম ২০২০ সালে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলার আসামি হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলখানায় হাজতি ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ কারাগারের জেল সুপার মজিবুর রহমান মজুমদার জানান, হাজতি রেজাউল করিম সকালে নাস্তা করার পর সকাল ৭.৫৫ মিনিটের সময় পায়খানা থেকে বের হয়ে বুকে ব্যথা নিয়ে অসুস্থতার কথা জানায়। তাকে সকাল ৮টা ১০ মিনিটে জেলখানার হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থা গুরুতর হলে রেজাউলকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে রেফার্ড করেন জেলখানার চিকিৎসক। সকাল সাড়ে ৮টার দিকে জেলা হাসপাতালের চিকিৎসক চিকিৎসা শুরু করেন এবং সকাল ৯টার দিকে রেজাউলকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর রেজাউলের মৃত্যুর সঠিক কারণ বলা যাবে বলেও জানান জেল সুপার।

(ঢাকাটাইমস/২০জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনী জোটে থাকলেও প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নিজ দলের প্রতীকে
২৭তম বিসিএসে বঞ্চিত ১১৩৭ জনকে দ্রুত নিয়োগের নির্দেশনা দিয়ে রায় প্রকাশ
গোপালগঞ্জে ঢাকা রেঞ্জ ডিআইজির উপস্থিতিতে বিশেষ অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভা অনুষ্ঠিত
কায়কোবাদকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মুরাদনগরে বিক্ষোভ মিছিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা