শেষ হলো মাসুদ রানার সেই সিনেমার শুটিং

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ০১ জুলাই ২০২২, ১২:০৪ | প্রকাশিত : ০১ জুলাই ২০২২, ১২:০৩

দেশের জনপ্রিয় গোয়েন্দা উপন্যাস ‘মাসুদ রানা: ধ্বংস পাহাড়’ অবলম্বনে যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে সিনেমা ‘এম আর-নাইন (মাসুদ রানা)। ঘোষণার কয়েক বছর পেরিয়ে, সব জটিলতা কাটিয়ে অবশেষে শেষ হলো সিনেমাটির শুটিং। বৃহস্পতিবার শুটিং শেষ হওয়ার পর জাজ মাল্টিমিডিয়া তাদের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে খবরটি জানায়।

এই প্রযোজনা প্রতিষ্ঠান তাদের পোস্টে লিখেছে, ‘সকল জল্পনা-কল্পনা দ্বিধা কাটিয়ে শুটিং শেষ হলো বাংলাদেশ -আমেরিকার যৌথ প্রযোজনার সিনেমা এম আর-নাইন (মাসুদ রানা)। এম আর-নাইন-এর শুটিংয়ের জন্য হলিউড থেকে সব শিল্পী কলাকুশলী বাংলাদেশ এসে শুটিং করেছে । আজ (বৃহস্পতিবার) শেষ হলো শুটিং।’

জুনের ২৫ থেকে ২৯ তারিখ পর্যন্ত ঢাকার বিভিন্ন লোকেশনে হয়েছে সিনেমার বাংলাদেশ অংশের শুটিং। এই লটে ‘এমআর-নাইন’ ইউনিটের সঙ্গে যোগ দেন সাজ্জাদ হোসাইন, শহীদুল আলম সাচ্চু,জেসিয়া,আলিশা, রবিউল ইসলাম রবিসহ আরও কয়েকজন। দেশীয় শিল্পীদের পাশাপাশি হলিউডের ইউনিটও অংশ নিয়েছিল।

এর আগে আমেরিকান অংশের শুটিং হয় লাস ভেগাসে। সেখানে অংশ নেন নাম ভূমিকায় অভিনয় করা তারকা এবিএম সুমন। সঙ্গে ছিলেন বাংলাদেশের আনিসুর রহমান মিলনসহ অনেকে।

‘এমআর-নাইন’ পরিচালনা করছেন আসিফ আকবর। পাশাপাশি চিত্রনাট্যও তিনি লিখেছেন। তার সঙ্গে যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন আব্দুল আজিজ এবং নাজিম উদ দৌলা। এটি যৌথভাবে প্রযোজনা করছে বাংলাদেশের প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া, লস অ্যাঞ্জেলেসভিত্তিক আল ব্রাভো ফিল্মস এবং এমআর-নাইন ফিল্মস।

(ঢাকাটাইমস/০১ জুলাই/এএইচ)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

বাসার কেয়ারটেকারের কাছে বাঁচার আকুতি জানিয়েছিলেন নির্মাতা হিরণ

শিল্পী সমিতির নির্বাচন: ইশতেহার নিয়ে যা বললেন নিপুণ

তৃতীয় মৃত্যুবার্ষিকী: মিনা পাল থেকে যেভাবে তিনি হয়ে উঠেছিলেন কবরী

শিল্পী সমিতির নির্বাচনে ভোটার ছাড়া প্রবেশ নিষেধ, থাকবে মোবাইল কোর্ট

নির্মাতা হিরণের আকস্মিক মৃত্যুতে অপমৃত্যু মামলা

বাইকে বসে গুলি চালানো হয় সালমান খানের বাড়িতে! ভিডিও প্রকাশ

নিউইয়র্কে প্রদর্শিত হবে ইভান মনোয়ারের শর্ট ফিল্ম ‘প্যাসেঞ্জার’

‘লিপস্টিক’ ছবিটি দর্শকের মন জয় করবে: পূজা চেরি

ইস্কাটনে দরজা ভেঙে মৃত অবস্থায় পাওয়া গেল ‘আদম’ সিনেমার পরিচালককে

নির্মাতা রাজকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদলেন চয়নিকা! কেন?

এই বিভাগের সব খবর

শিরোনাম :