বেলুচিস্তানে বাস খাদে পড়ে নিহত অন্তত ১৯

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ জুলাই ২০২২, ১৫:৫০

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের জোব জেলায় রবিবার সকালে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে যায়। দুর্ঘটনায় কমপক্ষে ১৯ জন নিহত এবং ১১ জন আহত হয়েছে বলে দেশটির সংবাদ মাধ্যম ডন জানিয়েছে।

৩০ জনেরও বেশি যাত্রী নিয়ে বাসটি ইসলামাবাদ থেকে কোয়েটার দিকে যাচ্ছিল।

শেরানীর সহকারী কমিশনার মেহতাব শাহর বরাত দিয়ে ডন জানায়, ধনা সরের কাছে এ ঘটনা ঘটে। দ্রুত গতিতে বাসটি খাদে পড়ে যায়, এতে ১৯ যাত্রী নিহত ও ১১ জন আহত হয়।

তিনি আরো জানান, উদ্ধারকারী দলগুলি তথ্য পাওয়ার পরপরই ঘটনাস্থলে ছুটে যায়। মৃতদেহগুলিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে।

ঢোবের সিভিল হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ডা. নুরুল হক জানান, আহতদের হাসপাতালে আনা হচ্ছে, তাদের অবস্থা আশঙ্কাজনক।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও তিনি শঙ্কা প্রকাশ করেছেন।

এদিকে বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আবদুল কুদুস বিজেঞ্জো এই ঘটনায় নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনাও জানিয়েছেন। তিনি আহতদের চিকিৎসা নিশ্চিত করতে ঢোবের সিভিল হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও প্রাণ হারানোর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। রেডিও পাকিস্তানের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী আহতদের তাৎক্ষণিক ও চিকিৎসা সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

গত মাসে উত্তর বেলুচিস্তানের কিলা সাইফুল্লাহ জেলার কাছে একটি যাত্রীবাহী ভ্যান খাদে পড়ে এক পরিবারের নয় সদস্যসহ ২২ জন নিহত হয়। লোরালাই থেকে জোব যাওয়ার পথে ২৩ জন যাত্রী নিয়ে ভ্যানটি আখতারজাই এলাকায় পৌঁছলে ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়।

কিলা সাইফুল্লাহর জেলা প্রশাসক হাফিজ মুহাম্মদ কাসিম কাকার বলেন, চালক দ্রুত গতিতে রাস্তার একটি বাঁকের প্রতিরক্ষা দেয়াল ভেঙ্গে শত শত ফুট গভীর ‍ুখাদে পড়ে যায়।

(ঢাকাটাইমস/৩জুলাই/এসএটি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

প্যারিসে ইরানি কনস্যুলেটে বিস্ফোরক আতঙ্ক, সন্দেহভাজন আটক

ভারতে লোকসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণ শেষ 

ইরানে হামলায় অংশ নেয়নি যুক্তরাষ্ট্র: ব্লিঙ্কেন

ইসরায়েলের বিরুদ্ধে এখনই প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা নেই: ইরানি কর্মকর্তা

ইরান-ইসরায়েল উত্তেজনায় বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

ফিলিস্তিনকে পূর্ণ সদস্য পদ দেওয়ার প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

ইরানে হামলার আগে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়েছিলো ইসরায়েল: মার্কিন কর্মকর্তা

পাকিস্তানের জাপানি নাগরিকদের গাড়ি লক্ষ্য করে আত্মঘাতি বোমা হামলা, হতাহত ৫

ইরানে প্রধান বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু

৩টি ইসরায়েলি ড্রোন ধ্বংস করল ইরান

এই বিভাগের সব খবর

শিরোনাম :