নোয়াখালীতে বিএনপির ৪ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৮ আগস্ট ২০২২, ২০:১২

নোয়াখালীর সোনাইমুড়ীতে পুলিশের গাড়ি, দোকানপাট ভাঙচুর ও পুলিশ আহতের ঘটনায় অজ্ঞাত প্রায় ৪শ বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এছাড়া এ মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ. এন. মাহবুব উদ্দিন খোকনসহ সোনাইমুড়ি উপজেলার ৯৫ জনের বিরুদ্ধেও মামলা করা হয়েছে।

রবিবার সকালে থানার এসআই শাহ আলম বাদী হয়ে থানায় এ মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ ২ আসামিকে জেল হাজতে পাঠিয়েছে।

জানা গেছে, শনিবার বিকালে ব্যারিস্টার খোকনের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল চৌরাস্তায় আসলে একই সময় আওয়ামী লীগের একটি বিক্ষোভ মিছিল চৌরাস্তা এলাকায় চলে আসে। এ সময় পুলিশ সংঘর্ষ এড়াতে দুইপক্ষের মাঝ খানে মানববন্ধন তৈরি করে। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা চলে গেলেও বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় সংঘর্ষে ১০ আহত হয়।

এ মামলায় ২ আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ।

(ঢাকাটাইমস/২৮আগস্ট/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :