শ্রেয়সী দে চৈতী এখন ‘সুমাইয়া জান্নাত’

কক্সবাজার প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর ২০২২, ২২:৩৯

সুমাইয়া জান্নাত। আগের নাম শ্রেয়সী দে চৈতী। ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে ৬ মাস আগে দেশের প্রচলিত আইন অনুযায়ী নোটারি পাবলিকের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ ও নাম সংশোধন করেন। সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ইসলাম ধর্মের অনুসারী যুবক ইয়াছির আরাফাতের সাথে।

সুমাইয়া জান্নাত (২৩) বর্তমানে রামু সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাবা অরুন কান্তি দে রামু রাবার বাগানের গাড়িচালক। তাদের স্থায়ী নিবাস চকরিয়া উপজেলার ডুলাহাজারা হলেও বাবার চাকরি সূত্রে দীর্ঘদিন সপরিবারে রামু রাবার বাগান এলাকায় বসবাস করে আসছেন।

সুমাইয়া জান্নাত জানান, সম্প্রতি তিনি কক্সবাজার সদর উপজেলার পূর্ব ঘোনারপাড়া এলাকার মো. কামাল হোসেন মজুমদারের ছেলে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ইয়াছির আরাফাত অপির সাথে ইসলামি শরিয়াহ ও রেজিস্ট্রি কাবিননামামূলে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।

তিনি আরো জানান, গত ২৭ ফেব্রুয়ারি কক্সবাজার নোটারি পাবলিকের কার্যালয়ে হলফনামামূলে সনাতন ধর্মাবলম্বী শ্রেয়সী দে চৈতী ইসলাম ধর্মগ্রহণ করেন এবং পূর্বের নাম শ্রেয়সী দে চৈতীর পরিবর্তে নতুন নাম রাখেন সুমাইয়া জান্নাত।

ওই সময় সুমাইয়া জান্নাত একটি জামে মসজিদের ইমামের নিকট পবিত্র কালেমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

(ঢাকাটাইমস/২৯সেপ্টেম্বর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :