এবার শরীয়তপুরের সেরা ১০ মণ্ডপ পেল পুরস্কার

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ অক্টোবর ২০২২, ২১:০৭

বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমী আজ। সোমবার সকাল ৯টা ৩০ মিনিটে শরীয়তপুরের পালং কেন্দ্রীয় ম‌ন্দি‌রে পূজা শুরু হয়। বেলা সা‌ড়ে ১১টায় অনুষ্ঠিত হয় কুমারী পূজা।

এদিকে শরীয়তপুর জেলায় এবছর ১০০‌টি পূজা মণ্ডপ সর্বজনীন শারদীয় দুর্গোৎসব অনু‌ষ্ঠিত হ‌চ্ছে।

এরম‌ধ্যে সেরা দশ পূজা মণ্ডপকে পুরস্কৃত করেছে সনাতনী সেবা সংঘ না‌মের এক‌টি সংগঠন। পালং হ‌রিসভা জেলা কেন্দ্রীয় ম‌ন্দি‌রের সদস্য স‌চিব সঞ্জয় কুমার দে’র কা‌ছে পুরস্কার তু‌লে দেওয়া হয়।

এসময় উপ‌স্থিত ছি‌লেন বাংলা‌দেশ পূজা উদযাপন প‌রিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক তপন মোদক, জেলা কেন্দ্রীয় ম‌ন্দি‌রের আহ্বায়ক অনিক ঘটক চৌধুরীসহ সনাতনী সেবা সংঘের জেলা শাখার ‌নেতৃবৃন্দ।

পূজা নির্বিঘ্নে উদযাপন করার জন্য প্রশাসনের পাশাপাশি প্রতিটি উদযাপন কমিটিও আলাদা করে নিরাপত্তার ব্যবস্থা করেছে।

মহা ষষ্ঠীর মধ্য দিয়ে শনিবার শুরু হয় পাঁচদিনের সর্বজনীন শারদীয় দুর্গোৎসব। আগামী বুধবার বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ মহোৎসব।

(ঢাকাটাইমস/০৩অক্টোবর/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :