বিএনপি ঢাকা দখল করলে আমরা কি ললিপপ খাবো, প্রশ্ন কাদেরের

বিএনপি ঢাকা দখল করলে আওয়ামী লীগ কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাবে? –এমন প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার বিকাল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি কেন সোহরাওয়ার্দী মাঠকে বাদ দিয়ে মাত্র পল্টনে জনসভা করতে চায় তার কারণ আমরা সবাই জানি। গত নির্বাচনের আগে বেগম জিয়াও তো এখানে মিটিং করেছেন। কিন্তু মির্জা ফখরুল আপনি কেন সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চান না? ধরা পড়ে গেছে, ধরা পড়ে গেছে! স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা আপনার মধ্যে নেই, তা আবারও প্রমাণিত হলো। এ কারণেই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চাচ্ছেন না ফখরুল।’
কাদের বলেন, ‘তারেক রহমান লন্ডনের টেমস নদীর তীরে বসে বাণী পাঠাচ্ছেন, আর দেশে বসে ফখরুল হুংকার ছাড়ছেন শেখ হাসিনা পালিয়ে যাবে, মন্ত্রীরা দেশ ত্যাগ করবে, এটা কখনো হবে না। আওয়ামী লীগ কাউকে ভয় পায় না। শেখ হাসিনা কাউকে ভয় পায় না। আওয়ামী লীগ ভয় পায় আপনাদের আগুন-সন্ত্রাস, লাঠি নিয়ে খেলাধুলাকে। সেই বদ-মতলব আপনাদের আছে। সেজন্যই আপনাদের পল্টন দরকার।’
যারা ভোট চুরি করে তারাই আবার ভোটের অধিকার ফিরিয়ে আনার কথা বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘ঢাকা শহরের বড়লোকদের বাড়ির সামনে লেখা থাকে কুকুর হতে সাবধান। আর, গ্রামের নিরীহ মানুষ বলে– বিএনপি থেকে সাবধান। বিএনপিকে বর্তমানে কেউ বিশ্বাস করে না।’
এসময় সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
সম্মেলনে দুপুর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলগুলো থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে আসতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সম্মেলনস্থলে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। বেলা সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সম্মেলন শুরু হয়। এবারের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের বিপরীতে ২৪৫ জন নেতৃত্ব প্রত্যাশী সিভি জমা দিয়েছেন।
(ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/এসকে/কেএম)
সংবাদটি শেয়ার করুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
রাজনীতি এর সর্বশেষ

শাহজাহান ওমরের পাশে বন্দুকধারী সেই বিএনপি নেতা বহিষ্কার

সমঝোতা ছাড়াই শেষ ১৪ দলের বৈঠক

১৪ দলের বৈঠক: আসন নিয়ে দর কষাকষিতে বাড়ল অপেক্ষা

দেশে চলছে আপডেটেড বাকশাল ২.০ ভার্সন: রিজভী

ঢাকা-৮ আসন: বাহাউদ্দিন নাছিমের মনোনয়ন বৈধ ঘোষণা

জাপার রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন বৈধ

ছোট দেশ হওয়ায় বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র স্বাভাবিক: আমু

বাংলাদেশের গণতন্ত্রের ভক্ষক বিএনপি-জামায়াত: বাহাউদ্দিন নাছিম

জামায়াতও ডাকল দুই দিনের অবরোধ
