৫১ বছরে বাংলাদেশ-ভারত সর্ম্পক সুদৃঢ় হয়েছে: বাবলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৩, ২০:৪০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ভারতের মানুষের সঙ্গে বাংলাদেশের মানুষের মধ্যে যে হৃদয়ের বন্ধন সৃষ্টি হয়েছিল বিগত ৫১ বছরে তা আরো সুদৃঢ় হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা। তিনি বলেছেন, বর্তমান সরকারের পাশপাশি সংসদের প্রধান বিরোধীদল হিসেবে জাতীয় পার্টিও প্রত্যাশা করে, যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার স্বার্থে আমাদের অকৃত্রিম বন্ধু হিসেবে ভারতের সরকার ও জনগণ সব সময় বাংলাদেশের পাশে থাকবে।

বুধবার (১১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সফররত ভারতীয় সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে আবু হোসেন বাবলা এসব কথা বলেন।

এই সময় আবু হোসেন বাবলা বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়ন কর্মকাণ্ডসহ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল বাংলাদেশের ইতিবাচক চিত্র ভারতের গণমাধ্যমে তুলে ধরার জন্য সফররত ভারতীয় সিনিয়র সাংবাদিকদের আহ্বান জানান।

বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আমন্ত্রণে পাঁচ দিনের সরকারি সফরে বাংলাদেশে আসেন ভারতের বিভিন্ন রাজ্যের ৩৬ জন সিনিয়র সাংবাদিক। গত কয়েকদিনে তারা ঢাকা, মুন্সীগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার সফর করেন। মঙ্গলবার রাতে বঙ্গবন্ধু এভিনিউ এর আওয়ামী লীগ কার্যালয়ে ভারতীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এর আগে আলাদা বৈঠক করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এছাড়া ঢাকায় জাতীয় প্রেসক্লাব ও চট্টগ্রামে চট্টগ্রাম প্রেসক্লাবের পক্ষ থেকে ভারতীয় সাংবাদিকদের সংবর্ধনা দেওয়া হয়।

(ঢাকাটাইমস/১১জানুয়ারি/জেবি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

নাশকতার ১৪ মামলায় বিএনপি নেতা সালামের স্থায়ী জামিন

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আ.লীগের কর্মসূচি

বিএনপির আশার গুড়ে বালি, যুক্তরাষ্ট্র সম্পর্ক গভীর করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেশী দেশ বাংলাদেশকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে: মির্জা ফখরুল

ফারাক্কা বাঁধ বাংলাদেশের উত্তরাঞ্চলকে মরুভূমি বানাচ্ছে: রাশেদ প্রধান

শেখ হাসিনা ছাড়া এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন কেউ করেনি: ওবায়দুল কাদের 

সরকারের লোকদের লুটপাটের খবর বের হতে শুরু করেছে: রিজভী

নিখোঁজ ছাত্রদল নেতা আনিসের পরিবারকে বিএনপির আর্থিক সহযোগিতা

উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি থেকে আরও ৫২ জন বহিষ্কার

পশ্চিমারা বাংলাদেশ প্রসঙ্গে তাদের অবস্থান পরিবর্তন করেনি: মির্জা ফখরুল 

এই বিভাগের সব খবর

শিরোনাম :