ব্যারিস্টার নাজমুল হুদা আর নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৪৪ | প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০০:১৮

সাবেক মন্ত্রী ও তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা ব্যারিস্টার নাজমুল হুদা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রবিবার রাত সাড়ে ১০টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে তৃণমূল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আক্কাস আলী খান ঢাকা টাইমসকে জানিয়েছেন।

নাজমুল হুদার মরদেহ রাতে ধানমন্ডির বাসভবনে রাখা হবে বলে ঢাকাটাইমসকে জানিয়েছেন তার এপিএস মো. শামীম আহসান।

সোমবার সাত মসজিদ রোডের মসজিদে হবে তার প্রথম জানাজা। এরপর মরদেহ নেয়া হবে ঢাকার দোহারে। সেখানে বাদ জোহর আরেক দফা জানাজা শেষে শাইন পুকুর গ্রামে দাফন করা হবে সাবেক এই মন্ত্রীকে।

বিএনপির প্রতিষ্ঠাকালীন দলটির স্থায়ী কমিটির সদস্য নাজমুল হুদার বয়স হয়েছিল ৮০ বছর। বিএনপি থেকে ছিটকে পড়ার পর গঠন করেন তৃণমূল বিএনপি নামে নতুন দল, যেটি ১৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পায়।

আলোচিত রাজনীতিক নাজমুল হুদা ঢাকার তোপখানা রোডে তার চেন্সারি চেম্বার নামের অফিস থেকে আইনি পরামর্শও দিতেন।

বিএনপি গঠনের সময়ই ব্যারিস্টার নাজমুল হুদা দলটিতে যুক্ত হন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাকে দলের নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটিতে নিয়েছিলেন।

এরপর খালেদা জিয়াও বিএনপির স্থায়ী কমিটিতে রেখেছিলেন নাজমুল হুদাকে। ১৯৯১ সালে ও ২০০১ সালে খালেদা জিয়ার সরকারের মন্ত্রী ছিলেন তিনি। মাঝে একবার দল থেকে বহিষ্কৃত হয়ে আবার ফিরেছিলেন তিনি। তবে ২০১২ সালে বিএনপির সঙ্গে সম্পর্ক চুকিয়ে বিএনএফ নামে নতুন দল গঠন করেন।

এরপর বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্স (বিএনএ) এবং বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি) নামে দুটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তুলেন নাজমুল হুদা। পরে ‘তৃণমূল বিএনপি’নামে নতুন দল গঠন করেন।

(ঢাকাটাইমস/২০ফেব্রুয়ারি/আরআর/ডিএম/এলএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

ইট মারলে পাটকেল খাওয়ার জন্য বিএনপিকে প্রস্তুত থাকার হুঁশিয়ারী নানকের

সরকার দেশকে বিদেশি ঋণ নির্ভর দেশে পরিণত করেছে: জামায়াত

জিয়ার মৃত্যুবার্ষিকীতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির তিন দিনের কর্মসূচি 

বিএনপির আরও চার নেতা বহিষ্কার

নাশকতার ১৪ মামলায় বিএনপি নেতা সালামের স্থায়ী জামিন

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আ.লীগের কর্মসূচি

বিএনপির আশার গুড়ে বালি, যুক্তরাষ্ট্র সম্পর্ক গভীর করতে চায়: পররাষ্ট্রমন্ত্রী

প্রতিবেশী দেশ বাংলাদেশকে নিয়ন্ত্রণের চেষ্টা করছে: মির্জা ফখরুল

ফারাক্কা বাঁধ বাংলাদেশের উত্তরাঞ্চলকে মরুভূমি বানাচ্ছে: রাশেদ প্রধান

শেখ হাসিনা ছাড়া এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন কেউ করেনি: ওবায়দুল কাদের 

এই বিভাগের সব খবর

শিরোনাম :