টঙ্গীতে শ্রমিক বিক্ষোভ, সড়কে অবস্থান 

টঙ্গী-পূবাইল (গাজীপুর)প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ মে ২০২৪, ২০:৪৫
অ- অ+

বেতনের দাবিতে গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানায় বিক্ষোভের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় টঙ্গীর দত্তপাড়া এলাকার বি এইচ আই এস অ্যাপারেলস লিমিটেড নামক কারখানায় এ ঘটনা ঘটে।

বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার সামনের শাখা সড়কে অবস্থান নেন। পরে শাখা সড়ক থেকে সরে গিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় অবস্থান নিতে চেষ্টা করলে পুলিশ গিয়ে তাদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে।

জানা যায়, কারখানাটিতে প্রায় দেড় হাজার শ্রমিক কাজ করেন।

পুলিশ ও কারখানার শ্রমিক সূত্রে জানা যায়, কারখানাটিতে এখনো এপ্রিল মাসের বেতন বাকি। এর মাঝে বৃহস্পতিবার অর্ধেক বেতন পরিশোধের কথা জানিয়েছিল মালিকপক্ষ। এ নিয়ে সকাল থেকে বেতনের জন্য অপেক্ষা করতে থাকেন শ্রমিকেরা। কিন্তু দুপুর পেরিয়ে বিকালে হয়ে গেলেও কারখানা কর্তৃপক্ষ বেতন পরিশোধ করছিলেন না। এ নিয়ে ক্ষিপ্ত হয়ে পড়েন শ্রমিকেরা। একপর্যায়ে কারখানা থেকে বেরিয়ে সামনের শাখা সড়কে অবস্থান নিয়ে বেতনের দাবিতে বিক্ষোভ করতে থাকেন। পরে পুলিশ গিয়ে তাদের বেতনের পাইয়ে দেওয়া আশ্বাস দিলেও শ্রমিকেরা কারখানার সামনের শাখা সড়কে অবস্থান করতে থাকে।

কারখানা মালিক ইকবাল হোসেনের মুঠোফোন একাধিক যোগাযোগের চেষ্টা করা তাকে পাওয়া যায়নি।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) মো. ওসমান আলী বলেন, এপ্রিল মাসের বকেয়া বেতন নিয়ে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। মালিকপক্ষ আজ এপ্রিল মাসের অর্ধেক পাওনা পরিশোধের কথা দিলেও তা পরিশোধ করতে পারছিলেন না। শ্রমিকদের দাবি সম্পূর্ণ বেতন পরিশোধ করতে হবে। এ নিয়ে শ্রমিকেরা বিক্ষুব্ধ হয়ে পড়েন।

(ঢাকাটাইমস/১৬মে/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কড়া বার্তা দিতেই ভাঙা হয়েছে ৩টি রিকশা, ক্ষতিপূরণসহ পুনর্বাসনের উদ্যোগ ডিএনসিসির
জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় আ.লীগ নিষিদ্ধ জরুরি ছিল: প্রেস সচিব
ভিটামিনের ঘাটতি পূরণে খাবারে ভিন্নতা আনতে হবে
ফরিদপুরে চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা