ডেঙ্গুতে আক্রান্ত আরও ২৪ জন, এগিয়ে পুরুষেরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ মে ২০২৪, ২২:২৭
অ- অ+

ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ জন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৫৬৯ জন। এরমধ্যে পুরুষ আক্রান্ত ১ হাজার ৫৫০ জন এবং ১ হাজার ১৯ জন নারী রয়েছেন। ফলে আক্রান্তের দিক থেকে এগিয়ে পুরুষেরা। তবে গত ২৪ ঘন্টায় কারো মৃত্যু হয়নি।

বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের স্বাক্ষর করা ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ জন। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১১ জন নারী এবং ১৩ জন পুরুষ রয়েছেন।

নতুন রোগীদের মধ্যে ঢাকা মহানগরের (উত্তর ও দক্ষিণ সিটি) হাসপাতালগুলোতে ২০ জন ভর্তি হয়েছেন । এছাড়াও চট্টগ্রাম বিভাগে একজন এবং বরিশাল বিভাগে তিনজন ভর্তি হয়েছেন।

দেশের বিভিন্ন হাসপাতালে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১৩২ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। এর মধ্যে ঢাকায় ৬৮ জন এবং ঢাকার বাইরে ৬৪ জন ভর্তি ছিলেন।

এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। তবে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত মারা গেছে ৩২ জন।

উল্লেখ্য, গতবছর দেশের ইতিহাসে সব রেকর্ড ভাঙে ডেঙ্গু। বিদায়ি বছরে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। এদের মধ্যে মারা যান অন্তত এক হাজার ৭০৫ জন।

(ঢাকাটাইমস/১৬মে/টিএ/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা