নারী প্রশিক্ষণার্থীদের মোটর ড্রাইভিং প্রশিক্ষণ সম্পন্ন

ড্রাইভার্স টেকনিক্যাল কোম্পানি লিমিটেডের ৩৬ জন নারী প্রশিক্ষণার্থীর মোটর ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ২টায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) প্রধান কার্যালয়ের সভাকক্ষে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন বিআরটিসি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম। এছাড়া বিআরটিসির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সদস্যগণ, ToT এর প্রশিক্ষণার্থীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিআরটিসির কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট গাজীপুরের ইউনিট প্রধান মো. মশিউজ্জামান বলেন, চেয়ারম্যান মহোদয়ের আন্তরিক প্রচেষ্টা ও দূরদর্শী চিন্তার ফসল আমাদের বর্তমান স্মার্ট বিআরটিসি। ToT প্রশিক্ষণার্থীদের এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মদক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। প্রকৌশলী ফাতেমা বেগম (জিএম, আইসিডব্লিউএস ও প্রশিক্ষণ) বলেন, বিআরটিসি অত্যন্ত দক্ষতার সঙ্গে এ ToT প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দিতে সক্ষম হয়েছে।
একজন নারী ToT প্রশিক্ষণার্থী বলেন, বিআরটিসি থেকে প্রশিক্ষণ নিতে পেরে আমরা গর্বিত।
পরিচালক (কারিগরি) কর্নেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার বলেন, প্রশিক্ষণের মাধ্যমে ToT প্রশিক্ষণার্থীগণ যোগ্যতা ও নৈপুণ্য বৃদ্ধির মাধ্যমে দক্ষতার সঙ্গে কার্য সম্পাদন করতে পারবে। পরিচালক (অর্থ, হিসাব ও অপারেশন) ড. অনুপম সাহা বলেন, প্রশিক্ষণের মাধ্যমে ToT প্রশিক্ষণার্থীরা আরও দক্ষ হয়ে উঠবে এবং বাস্তব প্রতিফলন ঘটাতে পারবে।
প্রধান অতিথির বক্তব্যে মো. তাজুল ইসলাম বলেন, প্রশিক্ষণ হলো সাফল্যের চাবিকাঠি। যার মাধ্যমে ToT প্রশিক্ষণার্থীগণ কার্য সম্পাদন বিষয়ে বাস্তব জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করতে পারে এবং দক্ষ চালক তৈরিতে ভূমিকা রাখতে পারবে।
(ঢাকাটাইমস/১৬মে/পিএস)

মন্তব্য করুন