অবশেষে প্রতীক পেলেন সেতুমন্ত্রীর ভাই শাহাদাত

হাইকোর্টের নির্দেশে প্রার্থীতা ফিরে পাওয়ার পর নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই চেয়ারম্যান প্রার্থী শাহাদাত হোসেনকে ‘টেলিফোন’ প্রতীক দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইসমাঈল প্রতীক দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, উচ্চ আদালতের নির্দেশনা পেয়ে তৃতীয় ধাপের কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী. শাহাদাত হোসেনকে বৃহস্পতিবার টেলিফোন প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৪মে) হাইকোর্টের বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ মো. শাহাদাত হোসেনকে নির্বাচনে সুযোগ দিতে মনোনয়নপত্র গ্রহণের নির্দেশ দেন।
এর আগে গত ৫ মে যাচাই-বাছাইয়ে হলফনামায় মামলা ও আয় বিবরণীর তথ্য গোপন রাখায় শাহাদাত হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়।
আগামী ২৯ মে তৃতীয় ধাপে নোয়াখালী সদর, কোম্পানীগঞ্জ ও বেগমগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
কোম্পানীগঞ্জে চেয়ারম্যান পদে সেতুমন্ত্রীর ভাইসহ চারজন প্রার্থী হয়েছেন। বাকি তিন প্রার্থী হলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল (দোয়াত কলম), উপজেলা যুবলীগের সাবেক সভাপতি গোলাম শরীফ চৌধুরী পিপুল (আনারস), এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী ওমর আলী রাজ (মোটর সাইকেল)।
ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন-কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জসিম উদ্দিন (চশমা), মধ্যপ্রাচ্য প্রবাসী মামুন হোসেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন-উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী পারভীন আক্তার (ফুটবল) ও মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাতেমা বেগম পারুল (প্রজাপতি)।
(ঢাকাটাইমস/১৬মে/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন