যুক্তরাষ্ট্রকে পরমাণু অস্ত্রের তথ্য পাঠানো বন্ধ করল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ মার্চ ২০২৩, ১৪:৪৪

নিউ স্টার্ট চুক্তি অনুযায়ী রাশিয়া আর মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার পারমাণবিক অস্ত্রের বিস্তারিত তথ্য বিনিময় করবে না বলে মস্কোর একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন। খবর আল জাজিরার।

ইউক্রেন যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের রাশিয়ার সঙ্গে রাগ এবং উত্তেজনা চরম শিখরে পৌঁছেছে। সম্প্রতি রাশিয়ার সামরিক বাহিনী সাইবেরিয়ায় তার ইয়ারস আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) লঞ্চার দিয়ে মহড়া শুরু করেছে।

উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বুধবার রুশ সংবাদ সংস্থাকে বলেছেন, মস্কো গত মাসে নিউ স্টার্ট পারমাণবিক অস্ত্র চুক্তিতে অংশগ্রহণ স্থগিত করার পর ওয়াশিংটনের সঙ্গে সমস্ত তথ্য বিনিময় বন্ধ করে দিয়েছে।

মস্কোও পরিকল্পিত ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে নোটিশ জারি করা বন্ধ করবে কিনা জানতে চাইলে রুশ সংবাদ সংস্থার রিপোর্টে রিয়াবকভ বলেন, ‘কোনো বিজ্ঞপ্তি থাকবে না। সকল বিজ্ঞপ্তি, সমস্ত ধরণের বিজ্ঞপ্তি, চুক্তির কাঠামোর মধ্যে সমস্ত কার্যক্রম স্থগিত করা হবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে অবস্থানই গ্রহণ করুক না কেন তা পরিচালিত হবে না।’

যুক্তরাষ্ট্র মঙ্গলবার বলেছে, তারা নিউ স্টার্টে রাশিয়ার অংশগ্রহণ স্থগিত করার প্রতিক্রিয়ায় মস্কোকে তার পারমাণবিক অস্ত্রের মজুদের বিস্তারিত তথ্য সরবরাহ করা বন্ধ করবে।

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেছেন, ‘রাশিয়া সম্পূর্ণভাবে মেনে চলেনি এবং ডেটা শেয়ার করতে অস্বীকার করেছে যেটি আমরা... বার্ষিকভাবে ভাগ করার জন্য নিউ স্টার্টে সম্মত হয়েছি। যেহেতু তারা মেনে চলতে অস্বীকার করেছে... আমরা একইভাবে সেই ডেটা শেয়ার না করার সিদ্ধান্ত নিয়েছি।’

রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে তাদের পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এবং নির্দিষ্ট ঘাঁটিতে পারমাণবিক সক্ষম বোমারু বিমানের মতো বিষয়ে তথ্যের আধা-বার্ষিক আদান-প্রদান নিউ স্টার্ট চুক্তির একটি গুরুত্বপূর্ণ পরিমাপ ছিল।

গত মাসে রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন চুক্তিতে রাশিয়ার অংশগ্রহণ স্থগিত করে বলেছিলেন, মস্কো চুক্তির অধীনে তার পারমাণবিক স্থাপনাগুলোর মার্কিন পরিদর্শনকে গ্রহণ করতে পারবে না যখন ওয়াশিংটন এবং তার ন্যাটো মিত্ররা প্রকাশ্যে ইউক্রেনে মস্কোর পরাজয়কে তাদের লক্ষ্য হিসেবে ঘোষণা করেছে।

মস্কো জোর দিয়ে বলেছিল, তারা নিউ স্টার্ট চুক্তি থেকে পুরোপুরি প্রত্যাহার করেনি এবং চুক্তিতে সেট করা পারমাণবিক অস্ত্রের ক্যাপগুলোর প্রতি সম্মান বজায় রাখবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছিল মস্কো তার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরিকল্পিত পরীক্ষা লঞ্চ সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রকে অবহিত করবে। যেটি মূলত ওয়াশিংটন এবং মস্কোর মধ্যকার মূল চুক্তি।

দুই দেশই শীতল যুদ্ধের সময় থেকে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের বিষয়ে বিজ্ঞপ্তি বিনিময় করেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গত মাসে বলেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে ১৯৮৮ সালের চুক্তি অনুসারে মস্কো তাদের ইস্যু করতে থাকবে।

ধারণা করা হচ্ছে বুধবার রিয়াবকভের মন্তব্য রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের তথ্য স্থগিত করার কথাও উল্লেখ করতে পারে। এটি একটি বিশাল উত্তেজক পদক্ষেপ যা ১৯৮৮ সালের চুক্তির অধীনে ছাড় দেওয়া হয়েছিল।

রাশিয়ান পারমাণবিক শক্তির বিশেষজ্ঞ পাভেল পডভিগ টুইট করেছেন যে, রিয়াবকভের নিউ স্টার্ট চুক্তির প্রেক্ষাপটে নোটিশের অবসানের রেফারেন্স ইঙ্গিত দেয় রাশিয়া ১৯৮৮ সালের চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে সেটা জারি করবে।

(ঢাকাটাইমস/৩০মার্চ/এসএটি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :