আগুনের ঝুঁকিতে রাজধানীর ৫৮ শপিংমল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ১৮:১৪ | প্রকাশিত : ১৬ এপ্রিল ২০২৩, ১৭:৫৭

রাজধানী ঢাকার ৫৮টি মার্কেট অথবা শপিংমল আগুনের ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর। এর মধ্যে অতি ঝুঁকিতে নয়টি, মাঝারি ঝুঁকিতে ১৪টি আর ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে ৩৫টি।

সংস্থাটির দাবি, ঢাকা শহরে ২০২৩ সালে জরিপ চালিয়ে ৫৮টি মার্কেট, সুপার মার্কেট ও শপিং মলকে আগুন লাগার ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়।

সংস্থাটি বলছে, এসব ঝুঁকিপূর্ণ মার্কেট অথবা শপিংমলের বিষয়ে প্রয়োজনীয় তথ্য ঢাকা সিটি করপোরেশন ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষকে (রাজউক) দেওয়া হয়েছে।

রবিবার দুপুরে এ বিষয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ফায়ার সার্ভিস।

সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ২০২৩ সালে পরিদর্শন করা মার্কেটের মধ্যে আগুনের ঝুঁকিতে থাকা ৫৮টি প্রতিষ্ঠানকে তিনটি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। অতি ‘ঝুঁকিপূর্ণ’, ‘মাঝারি ঝুঁকিপূর্ণ’ এবং ‘ঝুঁকিপূর্ণ’। পরিদর্শনে নয়টি মার্কেটকে অতি ‘ঝুঁকিপূর্ণ’, ১৫ টি ‘মাঝারি ঝুঁকিপূর্ণ’ এবং ৩৪টিকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, অতি ঝুঁকিপূর্ণ মার্কেটের তালিকায় রয়েছে- নিউ মার্কেট এলাকার গাউছিয়া মার্কেট, চকবাজারের উর্দু রোডের শহীদুল্লাহ মার্কেট, চকবাজারের শাকিল আনোয়ার টাওয়ার, রাজধানী ও নিউ রাজধানী সুপার মার্কেট, ফুলবাড়িয়ার বরিশাল প্লাজা, লালবাগের আলাউদ্দিন মার্কেট, শরীফ মার্কেট, সিদ্দিকবাজারের রোজ ভিস্তা, সদরঘাটের মায়া কাটারা।

যেসব মার্কেট ঝুঁকিপূর্ণ আমরা তাদের চিঠি দিচ্ছি। আমরা বারবার সতর্ক করে যাচ্ছি। এমনকি সম্প্রতি আগুন লাগা নিউ সুপার মার্কেটকেও সতর্ক করে ১০ টির মতো চিঠি ইস্যু করা হয়েছিল। তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার নাই। যারা ভবন নির্মাণের অনুমতি দেন, এটার তদারকি ও ব্যবস্থা নেয়া তাদের বিষয়।

সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) বলেন, ২০১৮ সালে রাজধানীর এক হাজার ৫১৭টি মার্কেট ও শপিং মল, রেস্টুরেন্ট ও আবাসিক হোটেলে জরিপ চালায় তারা।

এর মধ্যে এক হাজার ৪৬৩টিকে ‘খুবই ঝুঁকিপূর্ণ’ এবং ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা করা হয়। এছাড়া জরিপে ৫৪টি মার্কেট, শপিং মল ও রেস্টুরেন্টে ‘সন্তোষজনক’ আগুনের নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে বলে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, গতকাল শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর নিউমার্কেটের নিউ সুপার মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট সকাল ৯টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর কয়েক দিন আগেই রাজধানীর বঙ্গবাজারে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় সব দোকান। এছাড়াও কয়েক দিনের ব্যবধানে আরও কয়েকটি মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটে। এর মধ্যে সবকটি স্থাপনাই ফায়ার সার্ভিসের পূর্ব ঘোষণায় ঝুঁকিপূর্ণ ছিল।

(ঢাকাটাইমস/১৬এপ্রিল/এএ/এসএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :