জামায়াতের বিক্ষোভ মিছিল ঘিরে ডিবিপ্রধানের কঠোর বার্তা

জামায়াতে ইসলাম আগামীকাল সোমবার (৫ জুন) বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছে জানিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মো. হারুন অর রশীদ বলেছেন, এই কর্মসূচি ঘিরে তারা বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছে। আইনশৃঙ্খলা বিঘ্ন করে জানমালের ক্ষতি করলে তাদের বিরুদ্ধে পুলিশ কঠোর ব্যবস্থা নেবে। রবিবার নিজ কার্যালয়ে ঢাকা টাইমসকে তিনি এ কথা বলেন।
হারুন অর রশীদ বলেন, ‘আমরা জানতে পেরেছি জামায়াত বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নিচ্ছে। এই কর্মসূচি ঘিরে তারা বিভিন্ন অপতৎপরতা চালাচ্ছে। আমাদের মাননীয় কমিশনার স্যারের কাছে (ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক) তারা (জামায়াত) যে আবেদন করেছিল; জানমালের কথা চিন্তা করে... তাদের কর্মসূচি করতে নিষেধ করেছেন। এখন তারা যদি পুলিশের কথা অমান্য করে, পুলিশের কথা না শুনে জোর করে আইনশৃঙ্খলা বিঘ্ন করে জানমালের ক্ষতি করে বিক্ষোভ করতে চায়, সেক্ষেত্রে পুলিশ আইনগত প্রক্রিয়ায় যা করার তাই করবে। প্রয়োজনে কঠোর অ্যাকশনে থাকবে।’
কেয়ারটেকার সরকার, নেতাদের মুক্তিসহ চার দফা দাবিতে আগামীকাল যেকোনো মূল্যে রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী। এ জন্য আগামী ২৪ ঘণ্টার মধ্যে মিছিলের অনুমতি দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দলটি। সম্প্রতি এই কর্মসূচির অনুমতি নিতে গিয়ে ডিএমপি সদর দপ্তরে আটক হয় জামায়াতের চার সদস্যের একটি প্রতিনিধি দল। অবশ্য পরে তাদের ছেড়ে দেয়া হয়।
এদিকে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর একটি মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের এক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তাহলে কী তারা অনুমতি পাচ্ছে না- জানতে চাইলে ডিবি প্রধান বলেন, ‘আমি তো বলেছি, আগামীকাল সোমবার অফিস-আদালত খোলা। মানুষ অফিস আদালতে যাবে, ব্যবসা প্রতিষ্ঠানে যাবে। এখন এদিক বিবেচনা করে আমাদের কমিশনার মহোদয় কাউকে অনুমতি দেননি। আইনশৃঙ্খলার অবনতি হতে পারে, যান মালের ক্ষতি হতে পারে- এসব বিবেচনা করে জামায়াত-শিবির চক্রের যারা মিছিল করতে চায় তাদেরকে অনুমতি দেওয়া হয়নি।’
‘আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে বলা আছে, তারা (জামায়াত) যেন কর্মসূচি না করেন। তাই জামায়াতকে নিষেধ করা হয়েছে। এরপরও তারা যদি আইনশৃঙ্খলাবাহিনীর কথা অমান্য করে জোর করে যানমালের ক্ষতি করে গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে বিক্ষোভ সমাবেশ করে, আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটাতে চায়, সেক্ষেত্রে আমরা আইনগত প্রক্রিয়ায় এই উস্কানিদাতাদের বিরুদ্ধে, অবৈধ সমাবেশের বিরুদ্ধে অ্যাকশন নেবো।’বলেন হারুন।
জাতীয় নির্বাচনের আগে তারা প্রকাশ্যে সক্রিয় হচ্ছে, এটা কিসের আলামত- এমন প্রশ্নের জবাবে হারুন বলেন, ‘হঠাৎ করে তারা বিক্ষোভ সমাবেশ করতে চাইছে। এটি আমরা তদন্ত করে দেখছি।’
বিভিন্ন জায়গা থেকে জামায়াতকে তহবিল দেওয়া হচ্ছে- এ বিষয়ে জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, ‘এটা নিয়ে তদন্ত চলছে।’
এর আগে গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে পুলিশ বলেছে, জামায়াতের তহবিলে যারা পাঁচ লাখ টাকা করে দেওয়ার সক্ষমতা রাখে, এমন ব্যক্তিদের তালিকা করে দলে ভেড়ানো হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে হারুন অর রশীদ বলেন, ‘এটা আমরা দেখতেছি। যাদের নিবন্ধন নেই, তাদের কারা ফান্ডিং করছে। তাদেরকে পুলিশের পক্ষ থেকে মিছিল-সমাবেশ করার অনুমোদন দেওয়া হয় না। তারা কাদের ছত্রছায়ায় কাদের ফান্ডিংয়ে সাহস নিয়ে সমাবেশ করতে চাচ্ছে; এটা আমরা তদন্ত করছি। এই অবৈধ সমাবেশের বিরুদ্ধে আমরা যা আইনগত ব্যবস্থা করার তাই করব।’
কোনো রাজনৈতিক দল তাদেরকে ইন্ধন দিচ্ছে কি না জানতে চাইলে হারুন বলেন, ‘এমনটা হতে পারে।’
(ঢাকাটাইমস/০৪জুন/এসএস/কেএম)
সংবাদটি শেয়ার করুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
রাজনীতি এর সর্বশেষ

এবার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার অনুমতি পাবেন খালেদা জিয়া, তবে...

ভার্জিনিয়ায় মায়ের জন্মদিন পালন করলেন সজীব ওয়াজেদ জয়

খালেদা জিয়ার সুচিকিৎসা ও এক দফা দাবিতে আজ বিএনপির মহিলা সমাবেশ

বিএনপির খাল কেটে কুমির আনার চেষ্টা সফল হবে না: হুমায়ুন কবির

প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করলেন আ.লীগ নেতা খসরু চৌধুরী

শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপিত

দেশরক্ষা ও ফেতনা সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো ঈমানী দায়িত্ব: তথ্যমন্ত্রী

ঈদে মিলাদুন্নবি ও শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আ.লীগের দোয়া মাহফিল

গণতন্ত্রকামী দেশগুলো বাংলাদেশের ওপর কঠিন এবং নিবিড় পর্যবেক্ষণ করছে: আমীর খসরু
