জ্বালানি সংকট কেটেছে, পায়রা বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু

পটুয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ জুন ২০২৩, ১৩:২৪| আপডেট : ২৫ জুন ২০২৩, ১৩:৩০
অ- অ+

জ্বালানি সংকট কাটিয়ে দীর্ঘ ২০ দিন পর পটুয়াখালীর পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু হয়েছে।

রবিবার সকালে বিদ্যুৎ কেন্দ্রটির বয়লার স্টার্ট আপ করা হয়।

টারবাইনে কয়লা লোড দেওয়া শেষ হলে আজ বিকাল চারটায় একটি ইউনিটের ৬৬০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে জাতীয় গ্রিডে।

বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক (প্রকৌশলী অপারেশন) শাহ আবদুল হাসিব। বলেন, খুব শিগগিরই অন্য ইউনিটও উৎপাদনে যাবে। এর মাধ্যমে দেশের বিদ্যুৎ ঘাটতি অনেকটা পূরণ হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন: পদ্মা সেতুর ছোঁয়ায় বদলে গেছে দক্ষিণের জনপদ, সম্ভাবনার ডানা মেলেছে অর্থনীতি

এর আগে গত ৫ জুন কয়লা সংকটে বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে গত ২২ জুন বৃহস্পতিবার দিবাগত রাত ৩টায় ইন্দোনেশিার বালিক পানান বন্দর থেকে এমভি অ্যাথেনা নামের একটি জাহাজ পায়রা বন্দরে এসে পৌঁছায়। পরের দিন সকাল থেকে শুরু হয় কয়লা খালাস কার্যক্রম। মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এ জাহাজটি ৪১ হাজার ২০৭ মেট্রিকটন কয়লা নিয়ে আসে।

(ঢাকাটাইমস/২৫জুন/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জামালপুরে মাদ্রাসায় ছাত্রী ভর্তিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০
ইউনাইটেড হাসপাতালের কাছে ডিএনসিসির কর বকেয়া ৩০ কোটি টাকা
শহীদ নিজামীর খুনিদের বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ: রফিকুল ইসলাম 
ক্ষমতার জন্য বিএনপি রাজনীতি করে না: আমিনুল হক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা