শীতলক্ষ্যায় ২৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ২৭ জুলাই ২০২৩, ১২:৩৭ | প্রকাশিত : ২৭ জুলাই ২০২৩, ১০:০৬

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে গড়ে ওঠা ২৭টি স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ।

বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত কাঁচপুর ব্রিজ ও এর আশপাশের এলাকায় এ অভিযান পরিচালনা করে নদী বন্দর কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মো. শহীদুল্লাহ, উপ-পরিচালক মো. ইসমাইল হোসেনসহ অন্যান্য কর্মকর্তা।

এ বিষয়ে বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি ভেকু দিয়ে ১৮টি পাকা ও আধা পাকা স্থাপনা, ৫টি বাঁশের জেটি ও ৪টি ড্রেজারের পাইপসহ মোট ২৭টি অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সুনামগঞ্জে স্কুলছাত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার, হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন

এসময় অবৈধভাবে বিআইডব্লিউটিএ’র জায়গা দখল করে বালু রাখার দায়ে কাঁচপুর ব্রিজ এলাকার মো. হারুন নামের একজনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

(ঢাকাটাইমস/২৭জুলাই/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :