ফরিদপুরে শিক্ষার্থী প্রান্ত হত্যাকাণ্ডে ৪ আসামি গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০২ আগস্ট ২০২৩, ২০:০০

ফরিদপুরে রাজেন্দ্র কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী প্রান্ত মিত্র (২৩) হত্যাকাণ্ডের ঘন্টায় জড়িত ৪ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছে থেকে জব্দ করা হয়েছে হত্যাকান্ডে ব্যবহৃত বিভিন্ন আলামত।

গ্রেপ্তারকৃতরা হলেন, তানভীর আহম্মেদ সজিব শেখ (২৩), ইসরাফিল মল্লিক (৩৪), সিফাতুল্লাহ বেপারী (১৯) ও মাসুম শেখ (৩৪)।

বুধবার দুপুরে ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. শাহজাহান।

পুলিশ সুপার বলেন, গত ২৫ জুলাই রাতে ছিনতাইকারীদের হাতে নিহত হন প্রান্ত মিত্র। ছিনতাইকারীরা প্রান্তকে হত্যার পরে শহরের কমলাপুরে জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান যাদু মিয়াকে কুপিয়ে জখম করে তার কাছে থেকে নগদ টাকা ও মালামাল ছিনতাইসহ আরও কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটায়।

তিনি আরও বলেন, গ্রেপ্তরাকৃতরা সবাই মাদকসেবী। জেলখানা থেকে তাদের পরিচয়। তারা মাদক সেবন ও ফুর্তির জন্য এসব ছিনতাই করতো। প্রান্তকে হত্যা করার পর তারা শহরে আরও কয়েকটি ছিনতাই সংগঠিত করে।

তাদের কাছে থেকে হত্যাকান্ডে ব্যবহৃত মোটরসাইকেল, চাপাতি, সেভেন গিয়ার চাকু ও রেঞ্জসহ হত্যাকাণ্ডের সময় হত্যাকারীর গায়ে থাকা রক্তমাখা জামা-কাপড়, জুতা ও বেল্ট উদ্ধার করা হয়।

(ঢাকাটাইমস/০২আগস্ট/ইএইচ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :