২৫ বছর পর ফিরলেন মাইদুল, মতিয়ার এখনো নিখোঁজ

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ২২:৫৩

মায়ের সঙ্গে ঢাকা গিয়ে হারিয়ে যান দুই ভাই। প্রায় ২৫ বছর পর ছোট ভাই মো. মাইদুল ইসলাম (৩০) ফিরে এসেছেন। তবে বড় ভাই মতিয়ার রহমান (৩৫) এখনো নিখোঁজ। মাইদুল ইসলামকে ফিরে পেয়ে আনন্দে পুরো এলাকাবাসী। মাইদুল ইসলাম কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের গোপালপুর এলাকার উত্তর সরকারটারি গ্রামের মো. আব্দুস সামাদের ছেলে। দীর্ঘ ২৫ বছর পর মাইদুল ইসলামের আসার খবর পেয়ে তাকে দেখতে আনন্দ উৎসুক এলাকাবাসী।

শনিবার সকালে নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের গোপাল পুর উত্তর সরকাটারি গ্রামে ফিরে আসেন মাইদুল।

জানা গেছে, মো. আব্দুস সামাদ ও মোছা. বানেছা বেগম দম্পতির দুই ছেলে মাইদুল ইসলাম ও মতিয়ার রহমান। তাদের বয়স যখন ৫-৭ বছর তখন পারিবারিক দ্বন্দ্বে মাইদুল ইসলামের বাবা-মায়ের সম্পর্ক ছিন্ন হয়। পরে অন্যত্র বিয়ে করেন মো. বানেছা বেগম। পরে বানেছা বেগম মাইদুল ও মতিয়ার রহমানকে নিয়ে প্রথমে রংপুর পরে গাইবান্ধা শেষে ঢাকা চলে যান। ঢাকায় বানেচা বেগম দ্বিতীয় স্বামীকে নিয়ে সংসার পাতলেও দুই ছেলের ঠাঁই হয় অন্যের বাড়িতে। অল্প কিছু দিনের মধ্যে চুরির অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দেয় দুই ভাইকে। সেই থেকে দুই ভাই নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে ছেলেকে পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন মা।তবে বাবার পরিবারের লোকজন আশা ছেড়ে দেন নাই। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপন ঠিকানার সহযোগিতায় মাইদুল ইসলামকে খুঁজে পেয়েছে পরিবার। তবে বড় ভাই মো. মতিয়ার রহমানের সন্ধান মেলেনি।

মাইদুল ইসলাম ও মতিয়ার রহমানের বাবা মো. আব্দুস সামাদের আশা নিশ্চয়ই কোন একদিন তার বড় ছেলেকেও খুঁজে পাবেন তিনি।

মাইদুল ইসলামের চাচা মো. বদিউজ্জামাল বলেন, মাইদুল ও মতিয়ার আমার ভাতিজা। ওরা দুজনে১০-১৫ দিনের ব্যবধানে প্রায় ২৫ বছর আগে হারিয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে আমরা তাদের আশা ছেড়ে দিয়েছিলাম। আল্লাহ পাকের অশেষ মেহেরবান মাইদুলকে ফিরে পেলাম। আশা করি কোনো একদিন মতিয়ারকেও খুঁজে পাব।

স্থানীয় বাসিন্দা মো. নুর হোসেন বলেন, আমি দেখেছি মাইদুল ও মতিয়ার ৫-৬ বছর বয়সে ওর মা দুই ছেলেকে নিয়ে ঢাকা চলে যান। কিছু দিন পর শুনি ওরা দুই ভাই হারিয়ে গেছে। প্রায় ২৫ বছর পর ছোট ভাই মাইদুল ফিরে এলো মতিয়ারকে পাওয়ার আশায় আছে তার পরিবার।

মাইদুল ইসলাম বলেন, মা আমাদের দুই ভাইকে অন্যের বাসায় রেখেছিলো। সেখানে চুরির অপবাদ দিয়ে বাড়ির মালিক আমাদের দুই ভাইকে মারপিট অত্যাচার করে বেঁধে রেখেছিলেন। পরে ওই বাড়ির মেয়ে আমাদের ছেড়ে দিয়ে বলে তোমরা দুজন চলে যাও। পরে আমি ভাইসহ ওই বাড়ি থেকে বের হয়ে মাকে অনেক খুঁজেছি। মা কোথায় থাকতো ঠিক মনে পড়ছিল না। ভাই আমাকে ছেড়ে মাকে খুঁজতে যায়। পরে তাকে হারিয়ে ফেলি।

তিনি আরও বলেন, আমার বড় আশা ছিল বাবা মাকে ফিরে পাওয়ার সঙ্গে বড় ভাইকেও দেখতে পাব। বড় ভাইকে জড়িয়ে ধরবো।কিন্তু বাবা-মাকে পেলাম। ভাই কোথায় আছে জানি না। বাবা-মাকে ফিরে পেয়ে কি শান্তি পেয়েছি তা ভাষায় প্রকাশ করতে পারবো না।

মাইদুল ইসলামের বাবা মো. আব্দুস সামাদ বলেন, আমার দুই ছেলেকে হারিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম। ওর মায়ের কাছে লোক পাঠিয়েছিলাম। একবার বলতো ছেলে দুটো হারিয়ে গেছে। আবার বলে মারা গেছে। আমি প্রতিদিন তাহাজ্জুতের নামাজ শেষে আল্লাহর কাছে দোআ চাইছি। আল্লাহ আমার দোয়া কবুল করেছে। ছোট ছেলে মাইদুল, বউ মা মাহমুদা ও নাতিদের খুঁজে পেয়েছি। মনে একটু ঠাঁই পেয়েছি। আল্লাহ পাক যদি বড় ছেলে মতিয়ারকে ফিরে দেয় আমার আর কোন চাওয়া পাওয়া নাই।

নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার আহাম্মেদ বলেন, সন্তোষপুর ইউনিয়নে একটি চাঞ্চল্যকর ঘটনার খবর জানতে পেয়েছি। সেখানে আব্দুস সামাদ নামে এক বাবার দুই সন্তান হারিয়ে গেছে। দীর্ঘ ২৫ বছর পর এক ছেলে বাড়িতে ফিরে এসেছে। মাইদুল ইসলাম যদি চায় তাহলে সামাজিক বেষ্টনীর আওতায় আনাসহ পরিবারটিকে সহযোগিতা করা হবে।

(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :