লোহাগাড়ায় সরকারি জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৭ অক্টোবর ২০২৩, ২১:৫১

চট্টগ্রামের লোহাগাড়ায় সরকারি খাস জমি অবৈধভাবে দখল করে নির্মিত দোকান উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার সকালে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাজমুন লায়েল।

তিনি জানান, উপজেলার পুটিবিলা গৌড়স্থান গজালিয়া দিঘীর পূর্ব পার্শ্বের এলাকায় সরকারি খাস জায়গা অবৈধভাবে দখল করে দোকান নির্মাণ করায় উপজেলা নির্বাহী অফিসার শরীফ উল্যাহ স্যারের নির্দেশে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ০.৪০ একর খাস জমি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮০ লাখ টাকা এবং একই ইউনিয়নে সিকদার পাড়া এলাকায় ০.২০ একর খাস জমি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা। সরকারি খাস জমিতে বিধি বহির্ভূতভাবে যারা ঘর ও স্থাপনা নির্মাণ করেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে তা সরিয়ে ফেলতে বলা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

(ঢাকা টাইমস/১৭অক্টোবর/প্রতিনিধি/এসএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :