সড়কে বাস কম, নানা কায়দায় গন্তব্যে যাচ্ছেন সাধারণ মানুষ

তানিয়া আক্তার, ঢাকা টাইমস
| আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ২১:১৯ | প্রকাশিত : ৩১ অক্টোবর ২০২৩, ১৫:৩৭

বিএনপি ও জামায়াতের তিন দিনের অবরোধে রাস্তায় গণপরিবহন কম। তবে অফিস আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ প্রায় সবকিছুই চলছে স্বাভাবিক গতিতে। অবরোধের ভয় আর যাত্রীবাহী বাসের সংখ্যা কম হলেও বের হচ্ছেন সাধারণ মানুষ। বাসের পাশাপাশি রিকশা এবং সিএনজিতে চড়ছেন গন্তব্যে পৌঁছাতে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত রাজধানীর মোহাম্মদপুর থেকে মিরপুর ১০ নম্বর পর্যন্ত এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর মোহাম্মদপুরে সকাল ৯টার দিকে বাসের সংখ্যার পাশাপাশি যাত্রী সংখ্যাও কম। মিডলাইন, পরিস্থান, প্রজাপতি পরিবহনের কয়েকটি বাসের দেখা মিলছে কিছুক্ষণ পরপর। অন্য দিনগুলোতে সকালের এই সময়টায় প্রচণ্ড যানজটের সৃষ্টি হতো এই এলাকায়। ট্রাফিক পুলিশদেরও যান চলাচলে শৃঙ্খলা আনতে হিমশিম খেতে হতো। কিন্তু আজ পরিবহন এবং যাত্রীদের চাপ কম। তবে রিকশা চলাচল আগের মতোই আছে। বাসের ভেতরেও যাত্রী কম দেখা গেছে। বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে ডাকলেও সাড়া মিলছে না যাত্রীদের। অনেকেই আগুন লাগানোর ভয়ে বাস এড়িয়ে চলছেন বলে জানালেন।

সকাল ৯টা ৫০ মিনিটে শ্যামলী স্কয়ারের সামনেও নেই প্রতিদিনের মতো লোক সমাগম। বাস কাউন্টারগুলোর সামনেও বেশ ফাঁকা দৃশ্য দেখা গেছে।

সবকিছু স্বাভাবিক গতিতে চলায় পরিস্থান পরিবহনে চড়ে মিরপুরের উন্মেষ কোচিং সেন্টারে যাচ্ছেন কল্যাণপুর গার্লস কলেজের প্রাক্তন শিক্ষার্থী হুমায়রা। ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিতে কোচিং-এ যেতেই হয়। গত পরশুর হরতালে বন্ধ থাকলেও অবরোধের প্রথম দিনে খোলা। তাই ঝুঁকি নিয়ে হলেও ঠিক সময়ে ক্লাসে পৌঁছানোর তাড়া রয়েছে।

হুমায়রা ঢাকা টাইমসকে বলেন, 'হরতালের জন্য ভর্তি পরীক্ষা পেছাবে না। সুতরাং প্রস্তুতি নিতে কোচিংয়ে যেতেই হবে।'

মিরপুর ১ নম্বরে সকাল ১০টা ৪০ মিনিটে পুরি-শিঙাড়া বানিয়ে পসরা সাজিয়ে বসে আছেন এক প্রবীণ। সকালের এই সময়টায় বেশ লোক সমাগম হলেও আজ লোকের দেখা নেই। কিছুক্ষণ পরপর দুই একজন এসে কিনে চলে যাচ্ছেন। রিকশার জটলাও নেই।

এদিকে মিরপুর গোলচত্বরে সকাল ১০টা ৫০ মিনিটে দেখা গেছে যাত্রী ও পরিবহনের চাপ নেই। ট্রাফিক বক্সের সামনে নিরাপত্তার স্বার্থে সারিবদ্ধ পুলিশের অবস্থান ছিল। পাশেই মাথায় কমলা রঙের টুপি, গায়ে সবুজ রঙের টিশার্ট পরা এবং হাতে লাঠি নিয়ে সরকারি দলের কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

মিরপুর ১০ নম্বরে যাত্রীর অপেক্ষায় আছেন রিকশাচালক আইনুল। তবে সকালে বেরিয়ে যাত্রী কম পেলেও ভাড়া বেশি পেয়েছেন। অন্য দিনগুলোতে এই সকালে ১০ জন যাত্রী পেয়ে আয় করতেন চার শ টাকা। আর আজ চারজন যাত্রী নিয়েই পেয়েছেন দুই শ টাকা।

সদরঘাট থেকে বিহঙ্গ পরিবহনের সহযোগী ইমদাদুল মিরপুর ১০ নম্বর গোলচত্বরে এসেছেন। পুরো রাস্তা স্বাভাবিকভাবেই এসেছেন। তবে যাত্রী কম পেয়েছেন।

তিতুমীর কলেজের এক ছাত্রী মিরপুর গোলচত্বরে দাঁড়িয়ে আছেন। পথে চলতে অসুবিধা না হলেও গন্তব্যে পৌঁছানো পর্যন্ত স্বস্তি মিলছে না তার। বাস দেখামাত্র উঠে পড়েছেন।

মিরপুর ১০ নম্বরে আল-বারাকা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। সকাল থেকে বেশ কম লোক পেয়েছেন তারা। রেস্টুরেন্টের ম্যানেজার মিন্টু ঢাকা টাইমসকে বলেন, 'মানুষ মনে হয় ভয়ে বের হচ্ছে না। সকাল থেকে কম লোক পেলাম।'

মোহাম্মদপুর থেকে মিরপুর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর গেটের সামনে অন্যান্য দিনের মতো গণপরিবহনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়নি। পথে স্কুল পড়ুয়া সন্তানসহ অভিভাবকদের হেঁটে এবং রিকশায় চলাচল করতে দেখা গেছে।

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/টিএ)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

ডেমরায় কিশোর গ্যাং প্রতিরোধে র‌্যালি ও লিফলেট বিতরণ

‘গেটলক’ সিস্টেম না মানলে বাসের বিরুদ্ধে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

‘সানভীস বাই তনি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, শোরুম সিলগালা

রাজধানীতে ট্রেনের ধাক্কায় সদ্য এসএসসি পাস শিক্ষার্থীর মৃত্যু

ঢামেক হাসপাতালে অপারেশন থিয়েটারের সামনে এসির কম্প্রেসর!

রাজধানীতে ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শনে মেয়রদের সংগঠন ‘সি৪০ সিটিজ’

নগরবাসীর আস্থা-বিশ্বাসই আমার কাজের শক্তি: মেয়র আতিক

২০৫০ সালের মধ্যে ঢাকার কার্বন নিঃসরণ কমানো হবে ৭০ ভাগ

দাবি না মানলে আমরণ অনশন: হুঁশিয়ারি শিক্ষক-কর্মচারী পরিষদের

প্রতিষ্ঠাবার্ষিকীতে শিশুদের মাঝে ১০ হাজার গাছ বিতরণ বাবুল্যান্ড ইনডোর প্লে-গ্রাউন্ডের

এই বিভাগের সব খবর

শিরোনাম :