অবরোধে রাজধানীতে যান চলাচল প্রায় স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ১০:১১ | প্রকাশিত : ০৫ নভেম্বর ২০২৩, ১০:০৯

বিএনপির ডাকা দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন চলছে। তবে রবিবার সকাল থেকে রাজধানীতে যান চলাচল প্রায় স্বাভাবিকই রয়েছে। কর্মব্যস্ত মানুষ সকাল থেকেই কর্মস্থলে ছুটে চলেছেন। যদিও অন্যান্য দিনের তুলনায় সড়কে যাত্রীবাহী বাস চলাচল কিছুটা কম।

সকাল ৭টা পুরান ঢাকার এলাকাগুলোতে গণপরিবহনে যাত্রীদের চাপও দেখা গেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকা থেকে প্রতিদিনের মতই ছেড়ে যাচ্ছে রাজধানীতে চলাচলকারী পরিবহন।

আদালত পাড়ায় অবস্থানরত আইনজীবী মো. জাহাঙ্গীর আলম ঢাকা টাইমসকে বলেন, ‘তিনি সকাল ৭টার দিকে যাত্রাবাড়ী থেকে কোর্ট প্রাঙ্গনে এসেছেন। যাত্রাবাড়ী থেকে সহজেই গাড়িতে উঠতে পেরেছেন তিনি। তার ভাষ্যমতে, যাত্রাবাড়ী এলাকাতেও যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সকাল সাড়ে ৯টার দিকে জুরাইন এলাকায় গিয়ে দেকা যায়, প্রধান সড়কে গণপরিবহনের জটলা বেধে আছে। রাস্তার পাশেই বাসে ওঠার জন্য ভীড় জমিয়ে আছেন যাত্রীরা।

জুরাইন এলাকার বাসিন্দা শিক্ষার্থী মো: জাহিদ ঢাকা টাইমসকে বলেন, ‘অন্যান্য দিনের তুলনায় বাস কিছুটা কম চলাচল করছে। তবে অবরোধের মধ্যেও যেতারা ঝুঁকি নিয়ে বাস চালাচ্ছেন, এতে যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারছেন।’

এদিকে, অবরোধ শুরুর আগেই শনিবার সন্ধ্যায় পর মিরপুর, সায়েদাবাদ ও এলিফ্যান্ট রোডে মাল্টিপ্লান এলাকার তিনটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এরপর রাত ১০টার পর গুলিস্তানে আরও একটি বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়।

এর ফলে রাত থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল রাজধানীতে। তবে সকাল হতেই পরিস্থিতি একটু হলেও পাল্টেছে। বাস ছাড়াও রাজধানীতে ব্যক্তিগত প্রাইভেটকার, সিএনজি, রিকশাসহ অন্যান্য যানবাহন চলাচলও প্রায় স্বাভাবিক।

(ঢাকা টাইমস/০৫নভেম্বর/এমএইচ/এজে)

সংবাদটি শেয়ার করুন

রাজধানী বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজধানী এর সর্বশেষ

ঢামেক হাসপাতালে অপারেশন থিয়েটারের সামনে এসির কম্প্রেসর!

রাজধানীতে ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শনে মেয়রদের সংগঠন ‘সি৪০ সিটিজ’

নগরবাসীর আস্থা-বিশ্বাসই আমার কাজের শক্তি: মেয়র আতিক

২০৫০ সালের মধ্যে ঢাকার কার্বন নিঃসরণ কমানো হবে ৭০ ভাগ

দাবি না মানলে আমরণ অনশন: হুঁশিয়ারি শিক্ষক-কর্মচারী পরিষদের

প্রতিষ্ঠাবার্ষিকীতে শিশুদের মাঝে ১০ হাজার গাছ বিতরণ বাবুল্যান্ড ইনডোর প্লে-গ্রাউন্ডের

বন্যহাতির পায়ে পিষ্টে মৃত বাংলাদেশিদের ক্ষতিপূরণের দাবি

নয়াপল্টনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে দুই ঘণ্টায় ৮৭ মিলিমিটার বৃষ্টি, সড়কে ভোগান্তি

রাজধানীর সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনায় ডিএমপি কমিশনারের বিশেষ উদ্যোগ

এই বিভাগের সব খবর

শিরোনাম :