আওয়ামী লীগ ও আজ্ঞাবহ ইসির অধীনে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নাই: ১২ দলীয় জোট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১১ নভেম্বর ২০২৩, ২৩:৩৭

১২ দলীয় জোটের আলোচনা সভায় অংশ নিয়ে বক্তরা বলেছেন, আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠুভাবে ভোট ডাকাতি হয়, কিন্তু সুষ্ঠু নির্বাচন হয় না। তাই দলীয় সরকার ও আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নাই।

শনিবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে ১২ দলীয় জোট আয়োজিত ' আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পদত্যাগ ও ১ দফা যুগপৎ আন্দোলনের দাবিতে এক আলোচনা সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।

নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি লক্ষীপুর উপনির্বাচনে আওয়ামী লীগের এক নেতা নৌকা মার্কার ব্যালটে ৫৭ সেকেন্ডে ৪৭ ভোটে সিল মেরে রেকর্ড করেছেন। আগামী নির্বাচনে এই সরকার আরো ভয়ংকর নির্বাচন করতে চায়। আর ২০১৪ ও ২০১৮ সালের মত আর কোন নির্বাচন এই সরকারের অধীনে হতে দেওয়া হবে না।

নেতৃবৃন্দ দেশবাসী ও সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, স্বৈরাচারী শাসককে আর বিশ্বাস করা যায় না। এই সরকার বিগত পনের বছর ধরে দেশ এবং দেশের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তাই যে দল বা ব্যাক্তি এই সরকার ও নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে অংশগ্রহণ করবে তারা জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হবে।

নেতৃবৃন্দ সরকারের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিবেন না। ২৮ অক্টোবরের সমাবেশের উপর হামলা সরকারের পূর্বপরিকল্পিত। অবিলম্বে পদত্যাগ করুন, তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন।

নেতৃবৃন্দ ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান এড. সৈয়দ এহসানুল হুদাকে সাদা পোশাকে গাড়ীতে তুলে নেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অবিলম্বে এহসানুল হুদার সন্ধান দিয়ে তাকে দ্রুত মুক্তি দিন। মনে রাখবেন গ্রেফতার করে ১২ দলীয় জোটকে ভাঙ্গা যাবেনা। ১২ দলীয় জোট অটুট আছে এবং থাকবে ইনশাআল্লাহ।

জাতীয় পার্টির চেয়ারম্যান এবং ১২ দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দার এর সভাপতিত্বে ও বাংলাদেশ এলডিপির যুগ্ম মহাসচিব তমিজউদদীন টিটুর পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান এবং ১২ দলীয় জোটের মুখপাত্র, মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীর প্রতিক), বিপ্লবী ওয়ার্কার্স পার্টির,সাধারণ সম্পাদক - সাইফুল হক, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)সাধারণ সম্পাদক - শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণ অধিকার পরিষদের,সভাপতি - ভিপি নূরুল হক নুর, ন্যাশনাল পিপলস পার্টি চেয়ারম্যান , ড. ফরিদুজ্জামান ফরহাদ, আমার বাংলাদেশ পার্টির সদস্য সচিব - মজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যান,বীর মুক্তিযোদ্ধা মাওলানা শওকত আমিন, মাওলানা আবদুল করিম, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এড. মুজিবুর রহমান, জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মুফতী জাকির হোসেন খান, বাংলাদেশ কল্যাণ পার্টির অতিরিক্ত মহাসচিব আব্দুল্লাহ আল হাসান সাকিব প্রমুখ।

(ঢাকাটাইমস/১১নভেম্বর/জেবি/কেএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

অপশাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান জরুরি: রব

শেখ হাসিনা কোনো বিদেশি শক্তিকে পরোয়া করেন না: কাদের

একমাস পর জামিনে মুক্তি পেলেন বিএনপি নেতা হাবিব

বিএনপির প্রয়াত মহাসচিব খন্দকার দেলোয়ারের ছেলেকে দেখতে হাসপাতালে সালাম

শাসকগোষ্ঠী আরও তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল

ডোনাল্ড লু’কে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিএনপির

স্বদেশ প্রত্যার্বতন দিবসে শেখ হাসিনাকে আওয়ামী লীগের শুভেচ্ছা 

সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়নের জন্য আজীবন লড়াই করেছেন বঙ্গবন্ধু: প্রধানমন্ত্রী

ইট মারলে পাটকেল খাওয়ার জন্য বিএনপিকে প্রস্তুত থাকার হুঁশিয়ারী নানকের

সরকার দেশকে বিদেশি ঋণ নির্ভর দেশে পরিণত করেছে: জামায়াত

এই বিভাগের সব খবর

শিরোনাম :