পুলিশকে দেওয়া প্রধানমন্ত্রীর সুযোগ-সুবিধা ব্যয় নয়, বিনিয়োগ: আইজিপি

​​​​​​​নিজস্ব প্রতিবেদক সুনামগঞ্জ
  প্রকাশিত : ১৭ মে ২০২৪, ১৬:৩৯| আপডেট : ১৭ মে ২০২৪, ১৭:০৫
অ- অ+

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর বাংলাদেশ পুলিশকে দেওয়া সুযোগ-সুবিধা ব্যয় নয় বিনিয়োগ বলে মন্তব্য করেছেন পুলিশ প্রধান (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

শুক্রবার দুপুরে সুনামগঞ্জ শহর পুলিশ ফাঁড়ির অভ্যন্তরে নবনির্মিত তলা বিশিষ্ট স্টুডিও অ্যাপার্টমেন্টের উদ্বোধন অনুষ্ঠান মন্তব্য করেন তিনি।

আইজিপি বলেন, পুলিশদের সুযোগ সুবিধা বৃদ্ধি করলে পুলিশ তার দায়িত্ব সত্য নিষ্ঠার সঙ্গে পালন করতে পারবে। সেই সঙ্গে সারাদেশের মানুষ পুলিশের সেবা থেকে উপকৃত হবে। আমরা দেশের মানুষদের জন্য কাজ করতে পেরে গর্বিত।

তিনি বলেন, পুলিশ সদস্যদের বিরুদ্ধে অনিয়মের সঠিক প্রমাণসহ তথ্য দিলে ব্যবস্থা নেওয়া হবে, কোনো ছাড় দেওয়া হবে না। পুলিশ অনিয়মের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে আগামীতেও করবে। অনিয়মের বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করে তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের সকল মেধা সকল শ্রম ব্যয় হবে মানুষের কল্যাণে।

আইজিপি বলেন, নির্বাচনসহ যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশের সক্ষমতা রয়েছে। দেশে সকল ধরনের জঙ্গিবাদ সন্ত্রাসবাদ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। জঙ্গিবাদ সন্ত্রাসবাদ সম্পূর্ণ দমনে দুই লাখ ১৩ হাজার পুলিশ সদস্যকে নিয়ে সাফল্যজনক ভূমিকা পালন করছি।

পুলিশ প্রধান বলেন, প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে তিনি আন্তরিকভাবে কাজ করছেন। পুলিশ বাহিনীর সদস্যদের দেশে বিদেশে ট্রেনিং দিয়ে বর্তমান ডিজিটাল বাংলাদেশের উপযোগী করে গড়ে তুলেছেন। যার ফলে দেশে কখনো কোনো ঘটনা ঘটলে তথ্যপ্রযুক্তি সক্ষমতা দিয়ে পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারে ঘটনার কারণ উদঘাটন করতে পারে।

সময় সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৭মে/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দিল্লিতে ৪ মাত্রার ভূমিকম্প, উত্তর ভারতজুড়ে তীব্র কম্পন
দুদিনের কর্মসূচি শুরু আজ: দাবি আদায়ে সরকারকে চাপ প্রয়োগসহ বিশ্বে তুলে ধরা হবে তিস্তার দুঃখ
আন্তর্জাতিক মাতৃভাষা পদক পাচ্ছেন দুজন গবেষক ও এক প্রতিষ্ঠান
চট্টগ্রামে ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রীকে পুলিশের দিলেন বৈষম্যবিরোধীরা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা