নিয়ামতপুর উপজেলা নির্বাচন: শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ মে ২০২৪, ১৮:৪০
অ- অ+

নির্বাচনি প্রচারণায় সরগরম রয়েছে নওগাঁর নিয়ামতপুর উপজেলা। দুপুর থেকে রাত পর্যন্ত মাইকে চলছে প্রচারণা।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ২১ মে অনুষ্ঠিত হবে নিয়ামতপুর উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচারণা ততই বেড়ে যাচ্ছে। লিফলেট হাতে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে প্রচার-প্রচারণা।

বিভিন্ন হাটে- বাজারে ও গ্রামে এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। ইতোমধ্যে পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পাড়া-মহল্লাসহ প্রতিটি এলাকা। চা দোকানে ঝড় উঠছে নির্বাচনি আলোচনায়।

এদিকে ভোট প্রার্থনা করে প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আশা করছেন সাধারণ ভোটাররা নিরাশ করবেন না।

সাধারণ ভোটাররা জানান, প্রার্থী দেখে নয়, তাদের অতীত কর্মকাণ্ড দেখে ভোট দিবেন।

নিয়ামতপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন -উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ (কাপ পিরিচ), উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ঈশ্বর চন্দ্র বর্মণ (ঘোড়া), উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ (মোটরসাইকেল), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব (হেলিকপ্টার), নওগাঁ জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন (আনারস) ও সোহরাব হোসেন (জোড়া ফুল)।

ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রায়হান কবির রাজু (চশমা), ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তুশিত কুমার সরকার (বাল্ব), আফজাল হোসেন বুলু (টিউবওয়েল), উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক তাওফিক হোসেন চৌধুরী (মাইক)ও রেজাউল করিম (তালা)।

মহিলা ভাইস চেয়ারম্যানে পদে প্রার্থীরা হলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান নাদিরা বেগম (কলস), পাড়ইল ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা জোহরা খাতুন (ফুটবল), স্বপ্না রানী (পদ্ম ফুল) ও নাজমিন আরা (হাঁস)।

(ঢাকাটাইমস/১৭মে/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা