চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে রেলওয়ে পুলিশের প্রচারণা 

যশোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ মে ২০২৪, ১৭:১৮
অ- অ+

ট্রেনে পাথর নিক্ষেপকারীদের ধরতে ও স্থানীয়দের মাঝে সচেতনতা সৃষ্টি করতে খুলনা রেলওয়ে পুলিশের পক্ষ থেকে প্রচারণা চালানো হয়েছে।

শুক্রবার সকালে কোটচাঁদপুর ও ফুলবাড়িসহ কয়েকটি রেল স্টেশনসহ তার পার্শ্ববর্তী এলাকায় পুলিশ এ প্রচার-প্রচারণা চালায়।

এ সময় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের কয়েকটি স্থান চিহ্নিত করা হয়।

এ উপলক্ষে সকালে কোটচাঁদপুর ও ফুলবাড়ী রেলগেট এলাকায় পাথর নিক্ষেপকারীদের আইনের আওতায় আনা ও এলাকায় সচেতনতা সৃষ্টি করার জন্য অভিযান পরিচালনা ও বিট পুলিশিং সভার আয়োজন করা হয়।

যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মনিতোষ বিশ্বাসের নেতৃত্বে কোটচাঁদপুর ফুলবাড়ি এলাকায় প্রচার প্রচারণা অভিযান চালানো হয়।

এ সময় কোটচাঁদপুর পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মাজেদ, ৩নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর শারমিন আক্তার সাথীসহ অনেকে উপস্থিত ছিলেন।

পরে ফুলবাড়ি রেলগেট এলাকায় স্থানীয় জনপ্রতিনিদের নিয়ে বিট পুলিশিং সভার আয়োজন করা হয়।।

(ঢাকাটাইমস/১৭মে/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
ট্রেনের টিকিট কালোবাজারির দায়ে বলদা রমজান আটক
গেন্ডারিয়ায় দুই নারীসহ হানি ট্র্যাপ চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
একই ঘটনায় ঢাকা ও চট্টগ্রামে মামলা: কার চাপে মামলা নিল খুলশী থানা?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা