চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে রেলওয়ে পুলিশের প্রচারণা 

যশোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ মে ২০২৪, ১৭:১৮
অ- অ+

ট্রেনে পাথর নিক্ষেপকারীদের ধরতে ও স্থানীয়দের মাঝে সচেতনতা সৃষ্টি করতে খুলনা রেলওয়ে পুলিশের পক্ষ থেকে প্রচারণা চালানো হয়েছে।

শুক্রবার সকালে কোটচাঁদপুর ও ফুলবাড়িসহ কয়েকটি রেল স্টেশনসহ তার পার্শ্ববর্তী এলাকায় পুলিশ এ প্রচার-প্রচারণা চালায়।

এ সময় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের কয়েকটি স্থান চিহ্নিত করা হয়।

এ উপলক্ষে সকালে কোটচাঁদপুর ও ফুলবাড়ী রেলগেট এলাকায় পাথর নিক্ষেপকারীদের আইনের আওতায় আনা ও এলাকায় সচেতনতা সৃষ্টি করার জন্য অভিযান পরিচালনা ও বিট পুলিশিং সভার আয়োজন করা হয়।

যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মনিতোষ বিশ্বাসের নেতৃত্বে কোটচাঁদপুর ফুলবাড়ি এলাকায় প্রচার প্রচারণা অভিযান চালানো হয়।

এ সময় কোটচাঁদপুর পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মাজেদ, ৩নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর শারমিন আক্তার সাথীসহ অনেকে উপস্থিত ছিলেন।

পরে ফুলবাড়ি রেলগেট এলাকায় স্থানীয় জনপ্রতিনিদের নিয়ে বিট পুলিশিং সভার আয়োজন করা হয়।।

(ঢাকাটাইমস/১৭মে/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৭২, ত্রাণপ্রার্থীদের ওপর হামলায় ক্ষোভ
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক, ইরান-ইসরায়েল সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব রাশিয়ার
সাতক্ষীরায় করোনা রোগী শনাক্ত  
উত্তরায় র‍্যাবের পোশাক পরে কোটি টাকা ছিনতাই, নগদ অর্থ-গাড়িসহ গ্রেপ্তার ৫
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা