চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে রেলওয়ে পুলিশের প্রচারণা 

যশোর প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৭ মে ২০২৪, ১৭:১৮

ট্রেনে পাথর নিক্ষেপকারীদের ধরতে ও স্থানীয়দের মাঝে সচেতনতা সৃষ্টি করতে খুলনা রেলওয়ে পুলিশের পক্ষ থেকে প্রচারণা চালানো হয়েছে।

শুক্রবার সকালে কোটচাঁদপুর ও ফুলবাড়িসহ কয়েকটি রেল স্টেশনসহ তার পার্শ্ববর্তী এলাকায় পুলিশ এ প্রচার-প্রচারণা চালায়।

এ সময় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের কয়েকটি স্থান চিহ্নিত করা হয়।

এ উপলক্ষে সকালে কোটচাঁদপুর ও ফুলবাড়ী রেলগেট এলাকায় পাথর নিক্ষেপকারীদের আইনের আওতায় আনা ও এলাকায় সচেতনতা সৃষ্টি করার জন্য অভিযান পরিচালনা ও বিট পুলিশিং সভার আয়োজন করা হয়।

যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মনিতোষ বিশ্বাসের নেতৃত্বে কোটচাঁদপুর ফুলবাড়ি এলাকায় প্রচার প্রচারণা অভিযান চালানো হয়।

এ সময় কোটচাঁদপুর পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মাজেদ, ৩নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন ও সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর শারমিন আক্তার সাথীসহ অনেকে উপস্থিত ছিলেন।

পরে ফুলবাড়ি রেলগেট এলাকায় স্থানীয় জনপ্রতিনিদের নিয়ে বিট পুলিশিং সভার আয়োজন করা হয়।।

(ঢাকাটাইমস/১৭মে/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :