কেন্দুয়ায় সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নারী নিহত, আহত ৩

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ নভেম্বর ২০২৩, ১৩:৩৯| আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ১৪:০১
অ- অ+

নেত্রকোনার কেন্দুয়ায় সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সুফিয়া আক্তার (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। একই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলায় কেন্দুয়া-আঠারোবাড়ি সড়কের ভঙ্গানিয়া ফেনারগাতি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সুফিয়া আক্তার উপজেলার ভঙ্গানিয়া ফেনারগাতী এলাকার আব্দুল মালেকের স্ত্রী।

স্থানীয়দের বরাতে জানা গেছে, সকালে গাজীপুরের কোনাপাড়া থেকে সিএনজিতে কেন্দুয়ার কচন্দরা

উলুয়াটি গ্রামে আসার পথে ভঙ্গানিয়া ফেনারগাতী এলে বিপরীতমুখী মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা একই পরিবারের চারজনের মধ্যে সুফিয়া আক্তার ঘটনাস্থলে মারা যান। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক বলেন, সুফিয়া ঘটনাস্থলেই মারা গেছেন এবং বাকিদের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলার সান্দিকোনা ইউনিয়নের চেয়ারম্যান আজিজুল ইসলাম বলেন, সিএনজি দুর্ঘটনায় একজন নিহত ও তিনজন আহতের ঘটনাটি আমি শুনেছি।

কেন্দুয়া থানার উপপুলিশ পরিদর্শক তানভির মেহেদি উপজেলার ভঙ্গানিয়া ফেনারগাতী এলাকায় সিএনজি দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, আহত মোটরসাইকেল আরোহী ও চালকের কোনো খোঁজ পাইনি। লাশ থানা হেফাজতে রাখা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকা টাইমস/১২নভেম্বর/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছোট পোশাক তারাই পরবে, যাদের মানায়: সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মিম
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেপ্তার
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা