পাপিয়ার জামিন বাতিল রেখেই রুল নিষ্পত্তির নির্দেশ সুপ্রিম কোর্টের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৮:২৬
অ- অ+

বহুল আলোচিত যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়ার জামিনের আদেশ চূড়ান্তভাবে বাতিল করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ।

সোমবার এ সংক্রান্ত শুনানি শেষে এ রায় দেন সুপ্রিম কোর্ট।

এর আগে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় যুব মহিলা লীগের বহিষ্কৃত এই নেত্রীকে হাইকোর্টের দেওয়া জামিনের ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। সেই স্থগিতাদেশ এদিন বহাল রেখে জামিন নিয়ে হাইকোর্টের জারি করা রুল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ।

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। পাপিয়ার পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মুনসুরুল হক চৌধুরী, এম সাঈদ আহমেদ রাজা ও শাহ মনজুরুল হক।

এর আগে গত ১ নভেম্বর হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ রুল দিয়ে পাপিয়াকে ছয় মাসের জামিন মঞ্জুর করে আদেশ দেন।

পরে জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ২ নভেম্বর এ বিষয়ে শুনানি নিয়ে জামিন স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। তারই ধারাবাহিকতায় আজ শুনানি হয়।

২০২০ সালের ৪ আগস্ট দুদকের উপ-পরিচালক শাহীন আরা মমতাজ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মো. মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী ওরফে মতি সুমনের বিরুদ্ধে ৫ কোটি ৮৪ লাখ ১৮ হাজার ৭১৮ টাকার অবৈধ সম্পদ অর্জন করে তাদের দখলে রাখায় চার্জশিট অনুমোদন দেয় দুদক। এরপরই বিচার শুরু হয়। ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানকে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।

(ঢাকাটাইমস/০৪ডিসেম্বর/এসএস/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাজিরায় মা ও সৎবাবার নির্যাতনে শিশুর মৃত্যু
অভিনেত্রী শাওন ও সাবাকে পরিবারের জিম্মায় ছেড়ে দিলো ডিবি 
বগুড়ায় আ.লীগ, জাতীয় পার্টি ও জাসদ অফিস গুঁড়িয়ে দিয়েছে জনতা
রাজশাহীর সাবেক মেয়র লিটনের বাড়ি গুঁড়িয়ে দিল জনতা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা