নৌকার প্রার্থীকে ‘রাজাকার পরিবারের সদস্য’ বলায় স্বতন্ত্র প্রার্থীকে শোকজ

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জানুয়ারি ২০২৪, ১৬:১৫
অ- অ+

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করায় লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।

বৃহস্পতিবার লক্ষ্মীপুর-২ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং যুগ্ম জেলা ও দায়রা জজ ফারহানা ভুঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশ দেওয়া হয়।

নোটিশে উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালের ২৯ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী নুর উদ্দিন চৌধুরী নয়নকে ‘রাজাকার পরিবারের সদস্য’ বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলাম। তার এই বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। যা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন হয়েছে। এ বিষয়ে আগামী ৫ জানুয়ারির মধ্যে তাকে জবাব প্রদানের জন্য বলা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকালে নুর উদ্দিনের পক্ষে আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান গাজী বাদী হয়ে অভিযোগটি দায়ের করেছেন।

এ আসনটিতে নৌকার নুর উদ্দিন চৌধুরী নয়ন ও স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলাম ছাড়াও আরও ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

(ঢাকাটাইমস/০৪জানুয়ারি/ইএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বেনাপোল সীমান্তে পিস্তল-গুলি উদ্ধার
প্রবাসী ছেলের মুক্তিপণের টাকা না পেয়ে মাকে অপহরণ
বিমানের বিশেষ সুবিধা ফিরিয়ে দিলেন খালেদা জিয়া
শ্রমিক দলের মোহাম্মদপুর এবং ভাটারা থানার সাংগঠনিক কার্যক্রম স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা