ঘুম-গল্পে সময় পার ভোটগ্রহণ কর্মকর্তাদের

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ঢাকা-১০ আসনের সিটি কলেজের ৩৩ ও ৩৫ নম্বর কেন্দ্রের ভোটগ্রহণ কর্মকর্তাদের ঘুমিয়ে, পেপার পড়ে ও গল্প করে সময় কাটাতে দেখা গেছে। এছাড়া প্রার্থীদের এজেন্টরাও অলস সময় পার করছেন।
ঢাকা-১০ আসনে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও এজেন্ট আছে নৌকাসহ ২-৩ জনের।
রবিবার দুপুর সাড়ে ১২টায় এই দুটি কেন্দ্র ঘুরে দেখা যায়, ৩৩ নম্বর কেন্দ্রের ১ নম্বর ভোট কক্ষে এক নারী পোলিং অফিসার বেঞ্চের ওপর মাথা রেখে ঘুমাচ্ছেন। ভোটার না থাকায় এই কক্ষে দায়িত্বরত বাকিরাও অলস বসে আছেন।
আরও পড়ুন>> আমার ভোট আমি দিয়েছি, ভোটার উপস্থিতি কম না বেশি জানি না: সিইসি
৩৩ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোসাদ্দেক ঢাকা টাইমসকে বলেন, ‘ঢাকা-১০ আসনে ৩৩ নম্বর কেন্দ্রে দুপুর ১২টা পর্যন্ত ৯৪টা ভোট। এই কেন্দ্রে মোট ভোটার ১৩৩৩ জন।’
এছাড়া ৩৫ নম্বর কেন্দ্রেও ভোটার উপস্থিতি তেমন দেখা যায়নি। দুপুর ১২টা পর্যন্ত এই কেন্দ্রে ১৬৮টি ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রিজাইডিং অফিসার সৌমিত্র সরদার। তিনি বলেন, ‘আমার এখানে লাঙ্গলের কোনো এজেন্ট নেই। নৌকাসহ ২-৩ প্রার্থীর এজেন্ট আছে।’
উল্লেখ্য, আজ দেশের ২৯৯ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল ৮টায় শুরু হওয়া ভোট বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন চলবে। নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম মারা যাওয়ায় ওই আসনের নির্বাচন স্থগিত করেছে ইসি।
(ঢাকাটাইমস/০৭জানুয়ারি/টিআই/এফএ)

মন্তব্য করুন