আন্তর্জাতিক গণমাধ্যমে ‘শেখ হাসিনার জয়’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ২২৪ আসনে বিজয়ী হয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এর মাধ্যমে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই নির্বাচন ঘিরে গত কয়েক দিন ধরে গুরুত্ব সহকারে সংবাদ প্রকাশ করে এসেছে বিশ্বের প্রভাবশালী গনমাধ্যমগুলো। আওয়ামী লীগে জয়ের পরও ফলাও করে প্রতিবেদন প্রকাশ করেছে শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের বিরোধীদের বয়কটের নির্বাচনে জয়লাভ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, বিরোধিদের পরাজিত করে দেশের সবচেয়ে বেশি সময় ধরে ক্ষমতাসীন নেতা হয়েছেন শেখ হাসিনা। পঞ্চমবারের মতো সরকার গঠন করতে যাচ্ছেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিতর্কিত নির্বাচনে টানা চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ এবং তার মিত্ররা ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২২৩টিতে জয় নিশ্চিত করার পরে শেখ হাসিনা আরও পাঁচ বছর দায়িত্ব পালন করতে চলেছেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, বিরোধী দলের নির্বাচন বর্জনের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থবারের মতো জয়ী হয়েছেন। এর মাধ্যমে বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদী নারী সরকার প্রধান হিসেবে নিজের খেতাব বজায় রেখেছেন তিনি।
বার্তাসংস্থা রয়টার্স বলছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ নির্বাচনে তার দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের সাথে সাথে প্রত্যাশা অনুযায়ী টানা চতুর্থ মেয়াদে জয়লাভ করেছেন। তবে প্রধান বিরোধী দলের বয়কট করা এই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল কম।
আরও এক মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা বলছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার টানা চতুর্থ মেয়াদে জয়ী হয়েছেন। প্রধান বিরোধী দলের বয়কট করা সাধারণ নির্বাচনে ভোটারের উপস্থিতি কম থাকলেও নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে আওয়ামী লীগ।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তার পঞ্চম মেয়াদে জয় নিশ্চিত করেছেন। প্রধান বিরোধী দল এই নির্বাচন বর্জন করেছে।তবে এই নির্বাচনের চমক হিসেবে সামনে এসেছে দ্বিতীয় অবস্থানে স্বতন্ত্রদের উঠে আসা।
বার্তাসংস্থা এপি বলেছে, বাংলাদেশের সংসদ নির্বাচনকে ঘিরে নানা সহিংসতা এবং প্রধান বিরোধী দলের বয়কটের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন। এই ভোটে তিনি এবং তার আওয়ামী লীগ টানা চতুর্থ মেয়াদে নির্বাচিত হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, বিরোধী দলের নির্বাচন বয়কটের পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে জয়ী হয়েছেন। একইসঙ্গে তিনি বিরোধী দলকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আখ্যায়িত করেছেন।
ভারতের আরেক সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে জয়ী হয়েছেন। রবিবারের নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তার দল আওয়ামী লীগ।
উল্লেখ্য, রবিবার দেশের ২৯৯টি আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটে ২২৪ আসনে জয় লাভ করে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এছাড়া ৬২ আসনে স্বতন্ত্র প্রার্থী এবং ১১ আস পায় জাতীয় পার্টি। নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম মারা যাওয়ায় ওই আসনের নির্বাচন স্থগিত করে ইসি।
(ঢাকাটাইমস/০৮জানুয়ারি/এমআর)

মন্তব্য করুন