স্থগিত হওয়া নওগাঁ-২ আসনের ভোট ১২ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২৪, ২১:০৩| আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ২১:১৭
অ- অ+

একজন স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুজনিত কারণে স্থগিত হওয়া নওগাঁ-২ আসনের ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

সোমবার নির্বাচন কমিশন এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচনি এলাকা ৪৭, নওগাঁ-২ আসনের বৈধভাবে মনোনীত প্রার্থী মো. আমিনুল হকের মৃত্যুজনিত কারণে নির্বাচনি আইন অনুসারে নির্বাচন স্থগিত হওয়ার পর গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর ১১ অনুচ্ছেদের ২ দফায় প্রদত্ত ক্ষমতা বলে সংশ্লিষ্ট আসনের একজন প্রার্থী ভোটারগণকে নির্বাচনের আহ্বান জানিয়েছেন। সে আলোকে আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে ইসি।

প্রজ্ঞাপন অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ জানুয়ারি, যাচাই-বাছাই হবে ১৮ জানুয়ারি এবং রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ১৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ২৪ জানুয়ারি এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জানুয়ারি।

এছাড়া প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৬ জানুয়ারি এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সোমবার।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ২২২ আসনে বিজয়ী নিরঙ্কুশভাবে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ। অন্যান্য দলের মধ্যে জাতীয় পার্টি ১১টি ও বাংলাদেশ কল্যাণ পার্টি (সৈয়দ ইব্রাহিম) ১টি আসনে জয়লাভ করেছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন ৬২ আসনে। এছাড়া নৌকা প্রতীকে দুটি আসন পেয়েছে আওয়ামী লীগের শরিক জাসদ ও ওয়ার্কার্স পার্টি।

((ঢাকাটাইমস/০৮জানুয়ারি/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা