আমার ভোট আমি দিয়েছি, ভোটার উপস্থিতি কম না বেশি জানি না: সিইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৪, ০৮:৫৮| আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০৯:৪৬
অ- অ+

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়াল বলেছেন, আমার ভোট আমি দিয়েছি। ভোটার উপস্থিতি কম না বেশি তা আমি জানি না।

রাজধানীর ঢাকা-৮ আসনে হাবিবুল্লহ বাহার ইউনিভার্সিটি কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন সিইসি।

ভোটার উপস্থিতি কম নিয়ে প্রশ্ন করলে সিইসি বলেন, ভোটার উপস্থিত করা আমার কাজ না। আমরা ভোটের আয়োজন করেছি।

সহিংসতা প্রসঙ্গে তিনি বলেন, ভোটের শৃঙ্খলা দেখবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোটার আসবে কি আসবে না তা ভোটারের ব্যাপার।

উল্লেখ্য, আজ দেশের ২৯৯ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম মারা যাওয়ায় ওই আসনের নির্বাচন স্থগিত করেছে ইসি।

(ঢাকাটাইমস/০৭জানুয়ারি/টিআই/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা