চার ঘণ্টায় ভোট পড়েছে ১৮ দশমিক ৫ শতাংশ: ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৪, ১৩:৩৩| আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১৪:০৭
অ- অ+

দ্বাদশ জাতীয় নির্বাচনে সারা দেশে ভোটগ্রহণ চলছে। রবিবার সকাল আটটা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টায় ১৮ দশমিক ৫ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব মো. জাহাঙ্গীর আলম।

দুপুরে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

আরও পড়ুন>> রাজধানীর কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি কম

আরও পড়ুন>> ঘুম-গল্পে সময় পার ভোটগ্রহণ কর্মকর্তাদের

ইসি সচিব জানান, ঢাকা বিভাগে ভোট পড়েছে ১৭ ভাগ, চট্টগ্রাম বিভাগে ২০ ভাগ, সিলেট ১৮ ভাগ, বরিশাল ২২ ভাগ, খুলনায় ২১ ভাগ, রাজশাহী ১৭ ভাগ, ময়মনসিংহ ২০ ভাগ।

তিনি বলেন, ‘নিয়ম অনুযায়ী ভোরেই সব কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে এবং সকাল ৮টায় যথানিয়মে ভোটগ্রহণ শুরু হয়েছে।’

ইসি সচিব জানান, এখন পর্যন্ত তিনটি ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগে ভোটগ্রহণ বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে নরসিংদীর ১টি ও নারায়ণগঞ্জ আড়াইহাজারের দুটি ভোটকেন্দ্র।

এছাড়া অনিয়ম ও বিশৃঙ্খলতার জন্য ৫টি কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িক বন্ধ রাখা হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুনরায় ভোটগ্রহণ চলছে।

উল্লেখ্য, আজ দেশের ৩০০ আসনের মধ্যে ২৯৯ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৮টায় শুরু হওয়া ভোট বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন চলবে। নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম মারা যাওয়ায় ওই আসনের নির্বাচন স্থগিত করেছে ইসি।

(ঢাকাটাইমস/০৭জানুয়ারি/এএম/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ দেশের ১০ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত
এক দিনে ইয়েমেন লেবানন সিরিয়া ও গাজায় আক্রমণ, ৫৪ ফিলিস্তিনি নিহত
আম গাছ পাকা নাকি কার্বাইডে পাকানো? চেনার সহজ উপায়
গরমে খান রসালো ফল লিচু, হার্টের স্বাস্থ্য ভালো থাকবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা