গণতান্ত্রিক মূল্যবোধ থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ: কানাডা

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ১১:৫৯ | প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২৪, ১১:০২

কানাডা হতাশা ব্যক্ত করে বলেছে, গণতন্ত্র, মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ। তবে সদ্য অনুষ্ঠিত নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক মূল্যবোধ ও স্বাধীনতার মূলনীতি থেকে ছিটকে পড়েছে দেশটি।

মঙ্গলবার রাতে প্রকাশিত বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, কানাডা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া প্রথমসারির দেশগুলোর মধ্যে অন্যতম। বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা পূরণ এবং সমৃদ্ধ ও স্থিতিশীল ভবিষ্যৎ নির্মাণে কানাডা পাশে রয়েছে বলেও তুলে ধরা হয়েছে।

এতে আরও বলা হয়, একটি কার্যকর বিরোধী দল, স্বাধীন গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং একটি শক্তিশালী ও সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করার লক্ষ্যে সুষ্ঠু নির্বাচন গুরুত্বপূর্ণ।

পাশাপাশি বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে ভয়ভীতি প্রদর্শন ও সহিংসতার নিন্দা জানিয়েছে কানাডা। একইসঙ্গে সহিংসতায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি সহানুভূতি প্রকাশ করেছে দেশটি।

(ঢাকাটাইমস/১০জানুয়ারি/এসআরপি)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :