ঝিনাইদহে আ.লীগ কর্মী বরুণ হত্যাকারীদের গ্রেপ্তার দাবি

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২৪, ১৪:৩৪| আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ১৫:০৩
অ- অ+

ঝিনাইদহে আওয়ামী লীগ কর্মী বরুণ ঘোষ হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে ’৯৪ ব্যাচ ঝিনাইদহের শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে নিহত বরুণের সহপাঠী, বন্ধু, স্বজনসহ এলাকাবাসীরা অংশ নেয়।

ঘণ্টাব্যাপী চলা এই কর্মসূচিতে নিহত বরুণের বন্ধু এম এ লতিফ শাহরিয়ার প্রজ্জল, মীর ফজলে এলাহী শিমুল, এনামুল হক এনাম, কাজল চক্রবর্তী, নিমাই চক্রবর্তী, রবিন অধিকারী, শামীম আহম্মেদ, সোহেল রানা, ফিরোজ হোসেন ও কাজী মোহাম্মদ আলীসহ অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা বরুণ ঘোষ হত্যার রহস্য উদঘাটনসহ জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় শহরের হামদহ এলাকার নিজ বাড়ি থেকে চা খেতে মাঝিপাড়ায় যাওয়ার সময় মহাসড়কে পৌঁছালে একদল দুর্বৃত্ত বরুণ ঘোষেকে কুপিয়ে ফেলে রেখে যায়। সেখান থেকে এলাকাবাসীরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

(ঢাকাটাইমস/১০জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের দাবি জানানোও যেন অপরাধ: তারেক রহমান
দেশে আসছেন জোবাইদা রহমান, নিরাপত্তা চেয়ে আবেদন
আ. লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ চলছে
ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা