টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২৪, ১৬:০৭
অ- অ+

গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নয়ন মৃধা (৩৬) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার ভোরে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নয়ন মৃধা বরিশাল জেলার বাইনপাড়া থানার মাদারকাঠি গ্রামের মান্নান মৃধার ছেলে। তিনি আউচপাড়া নৈমুদ্দিন মোল্লা রোডে ভাড়া বাসায় থেকে একটি পোশাক কারখানায় চাকুরি করতেন।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ সাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোর ৪টার দিকে নয়ন মৃধা গ্রামের বাড়ি বরিশাল থেকে এসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় পৌঁছে রাস্তা পার হয়ে বাসায় যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত ছিনতাইকারী তার গতিরোধ করে শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১০জানুয়ারি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফেনীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
ব‍্যাংকার হয়ে আমি কীভাবে লেখালেখির সময় পাই?
বর্তমান পরিস্থিতিতে নির্বাচনের দাবি জানানোও যেন অপরাধ: তারেক রহমান
দেশে আসছেন জোবাইদা রহমান, নিরাপত্তা চেয়ে আবেদন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা