মাদারীপুরে পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জানুয়ারি ২০২৪, ০৮:৪৩
অ- অ+

মাদারীপুরের ডাসার উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকালে উপজেলায় পৃথক দুই স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজনের নাম মো. মাহাদী। সে সদর উপজেলার মার্দা গ্রামের জসিম সরদারের ছেলে। খালার বাড়ি বেড়াতে এসে বুধবার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পূর্ব বালিগ্রামে পানিতে ডুবে মারা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে খালার বাড়ির উঠানে খেলা করছিল মাহাদী। পরে সবার অগোচরে বাড়ির পাশের একটি পুকুরে পাঁ পিছলে পানিতে ডুবে মারা যায়।

অন্যদিকে একই দিনে ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের আলিফ নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত আলিফ উপজেলার গোপালপুর ইউনিয়নের পশ্চিম বনগ্রাম গ্রামের হাফিজুল সরদারের ছেলে। বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলিফ বিকালে সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির পাশের একটি রাস্তায় খেলতে যায়। এ সময় পা পিছলে রাস্তার পাশে একটি ডোবায় পড়ে গেলে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম বলেন, পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে।

(ঢাকা টাইমস/১১জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনৈতিক ঐকমত্য ছাড়া বড় ধরনের সংস্কার বাস্তবায়ন করা হবে না
গুম-ক্রসফায়ার আতঙ্ক নিয়ে রাজপথে থেকেছি, ৮০’র অধিক মামলা খেয়েছি: বিএনপি নেতা সাজু
জুবাইদা রহমানে বদলে যেতে পারে সিলেটের ‘হিসাব-নিকাশ’
ইউরোপীয় দেশগুলোতে বৈধ অভিবাসন বৃদ্ধির কাজ চলছে: আসিফ নজরুল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা